দিল্লি, 30 জুন : 'এক দেশ, এক ভোট'-এর পর এবার ‘এক দেশ, এক রেশন কার্ড’ । আগামী বছরের মধ্যে এই নতুন প্রকল্প চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার । শনিবার একথা ঘোষণা করলেন কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রী রামবিলাস পাসোয়ান ।
এক বছরের মধ্যে ‘এক দেশ, এক রেশন কার্ড’ লক্ষ্য মোদি সরকারের
'এক দেশ, এক রেশন কার্ড’ চালু হলে কোনও গ্রাহক দেশের যে কোনও প্রান্তের রেশন দোকান থেকে সরকার-নির্ধারিত ভর্তুকিযুক্ত মূল্যে খাদ্যশস্য কিনতে পারবেন ।
'এক দেশ, এক রেশন কার্ড’ চালু হলে কোনও গ্রাহক দেশের যে কোনও প্রান্তের রেশন দোকান থেকে সরকার-নির্ধারিত ভর্তুকিযুক্ত মূল্যে খাদ্যশস্য কিনতে পারবেন । কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ এবং সমস্ত রেশন দোকানে ‘পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম’ (PDS)-র মাধ্যমে খাদ্যশস্য বিক্রি চালুর কাজটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে ।" মন্ত্রী জানিয়েছেন, দ্রুত এই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য রাজ্য সরকারগুলির কাছে চিঠিও পাঠানো হয়েছে । 2020 সালের 30 জুনের মধ্যে বিষয়টি চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে ।
দেশের বেশ কিছু রাজ্যের মানুষ ইতিমধ্যেই PDS-র সুবিধা পাচ্ছেন । এই তালিকায় রয়েছে অন্ধ্রপ্রদেশ, গুজরাত , হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্নাটক, কেরল, মহারাষ্ট্র, রাজস্থান, তেলাঙ্গানা ও ত্রিপুরা । অভিন্ন রেশন কার্ড চালুর মতোই রেশনে বিশেষ পুষ্টিগুণসমৃদ্ধ (ফর্টিফায়েড) চাল বণ্টনের বিষয়টিকে গুরুত্বপূর্ণ কর্মসূচিতে রেখেছিল মোদি সরকার । পাসোয়ান জানান, এখনও পর্যন্ত 9টি রাজ্য নিজেদের একটি করে জেলা বেছে নিয়ে এই প্রকল্পে এগিয়ে এসেছে।