দিল্লি, 13 মে: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু নির্ধারিত সময়ের আগেই আগামী 16 মে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকবে বলে জানাল দিল্লির মৌসম ভবন। আজ হাওয়া অফিসের তরফে জানানো হয়, ইতিমধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে যা আন্দামান সমু্দ্রতটে দক্ষিণ-পশ্চিম মৌসুমিকে বায়ুকে ত্বরান্বিত করতে সক্ষম। এর ফলে আগামী 15 মে নাগাদ বঙ্গোপসাগরের দক্ষিণাংশে একটি ঘূর্ণিঝড়েরও আশঙ্কা রয়েছে, যেটি 16 মে সন্ধ্যায় আছড়ে পড়তে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে।এর ফলে নির্ধারিত সময়ের বেশ খানিকটা আগে ওই দিনই বঙ্গোপসাগরের দক্ষিণাংশে তথা আন্দামান সাগর ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রভাব বিস্তার করবে।
বুধবার দিল্লির মৌসম ভবনের তরফে আরও বলা হয়, বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড়টির অবস্থান বিষয়ে ও প্রয়োজনীয় সতর্কতা সময় মতো জারি করা করবে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তরের প্রধান পরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, এই ঘূর্ণিঝড় বৃষ্টির মরশুমকে ত্বরান্বিত করবে। এর পরে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন প্রান্তে বর্ষা প্রবেশ করবে বলে আশা করা যায়।