দেরাদুন, 13 জুন: কোরোনা পরিস্থিতির মধ্যেই দেরাদুনে অনুষ্ঠিত হল IMA (indian Military Academy)-র পাসিং আউট প্যারেড 2020 ৷ শনিবার ভারতীয় সেনার ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় ৷ স্বাস্থ্য সংক্রান্ত সুরক্ষা বজায় রাখতে মাস্ক পরে অনুষ্ঠানে অংশ নেয় জেন্টেলম্যানস ক্যাডেটস বাহিনী ৷
স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা মেনে এবারের পাসিং আউট সেরেমোনিতে বেশ কিছু পরিবর্তন করা হয় ৷ এই প্রথম ক্যাডেটদের অভিভাবকদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি ৷ সংক্রমণ ঠেকাতে তলোয়ার ও পদকে হাত দেওয়া নিষেধ ছিল ৷ গ্যালারি ছিল দর্শক শূন্য ৷ এছাড়াও প্রচলিত রীতি-নীতির বেশ কিছু অংশ বাদ দেওয়া হয় ৷ তার মধ্যে ছিল পাইপিং সেরেমোনির পর পুশ আপ করার নিয়ম ৷ দর্শকদের প্রবেশ নিষিদ্ধ থাকায় এই প্রথম অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হল ৷ IMA কর্তারা দেশের সবকটি সংবাদমাধ্যমকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের অনুরোধ জানিয়েছিলেন ৷