গয়া, 22 অক্টোবর : এবছর বিহার বিধানসভা নির্বাচনে এককভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে লোক জনশক্তি পার্টি (LJP) ৷ গতকাল গয়ায় গিয়ে দলীয় কর্মীদের সামনে তাঁর বাবা রাম বিলাস পাসওয়ানের অবদানের কথা স্মরণ করিয়ে দেন চিরাগ পাসওয়ান ৷ বলেন, রাম বিলাস পাসওয়ানের অনুপস্থিতিতে এটিই তাঁর প্রথম নির্বাচন ৷ তিনি দলীয় কর্মীদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবেন ৷
গতকাল LJP প্রেসিডেন্ট চিরাগ পাসওয়ান গয়ায় অত্রি বিধানসভা কেন্দ্রে প্রচারে যান ৷ সেখানে তিনি বলেন, " এটিই আমার প্রথম নির্বাচন যখন বাবা আমার সঙ্গে নেই ৷ আমি একা ৷ কিন্তু , তবুও আমি চেষ্টা করব আপনাদের প্রত্যাশা পূরণ করতে ৷ " এরপর দলীয় কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, " যত বেশি জায়গায় সম্ভব যাওয়ার চেষ্টা করছি ৷ যত বেশি সম্ভব মানুষের সঙ্গে দেখা করার চেষ্টা করছি ৷"