পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হবে রহস্যের উদঘাটন ! IIT কানপুরের তৈরি লুনার রোভার পাড়ি দেবে চাঁদে - Lunar Rover

IIT কানপুরের বিজ্ঞানীদের দাবি, এই প্রথম ভারতে লুনার রোভার সফটওয়্যার ডিজ়াইন ও তৈরি করা হয়েছে । যা 15 জুলাই চাঁদে পাড়ি দেবে ।

বিজ্ঞানী

By

Published : Jul 12, 2019, 11:41 PM IST

কানপুর, 12 জুলাই : আর কয়েকটা দিনের অপেক্ষা । তারপরই চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-2 । আর সেটির মোশান প্ল্যানিং ও জেনারেশন সফটওয়্যার তৈরি করেছে IIT কানপুরের একদল বিজ্ঞানী । যা লুনার রোভারটির চলাফেরাতে সাহায্য করবে ও চন্দ্রযানটিকে চাঁদের মাটিতে পথপ্রদর্শন করবে ।

আগামী 15 জুলাই রাত 2টো 51 মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশে রওনা দেবে চন্দ্রযান-2 । এটির ওজন 3.8 টন যা 8টি হাতির ওজনের সমান । তৈরি করতে খরচ হয়েছে 600 কোটিরও বেশি টাকা । ISRO-র চেয়ারম্যান কে শিবন জানান, আগের মিশনগুলির থেকে এই মিশনটি জটিল । চাঁদের যে অংশে যান পাঠানো হবে, এর আগে কোনও দেশ চাঁদের এই অংশে পা রাখতে পারেনি ।

IIT কানপুরের মেকানিকাল বিভাগের অধ্যাপক আশিস দত্ত ও ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক কেএস ভেঙ্কটেশ এই সিস্টেমটি তৈরি করেছেন । তাঁরা জানান, তাঁদের তৈরি প্ল্যানিং ও ম্যাপিং জেনারেশনে ছাড়পত্র দিয়েছে ISRO । তাঁদের দাবি, এই প্রথম ভারতে লুনার রোভার সফটওয়্যার ডিজ়াইন ও তৈরি করা হয়েছে । আশিস দত্ত জানান, একটি অ্যালগোরিদম মেথডের উপর ভিত্তি করে এই সফটওয়্যারটি তৈরি করতে এক বছর সময় লেগেছে । তিনি আরও জানান, চন্দ্রযান-2-তে তিনটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে । সেগুলি হল - অর্বিটার, ল্যান্ডার ও রোভার । চাঁদের মাটিতে পা রাখার পর সেটি মোশান প্ল্যানিংয়ের কাজ শুরু করবে । এছাড়াও, চন্দ্রযানের যাত্রার জন্য বেশি খরচ যাতে না হয় তা নিশ্চিত করতে কাজ করেছে IIT কানপুর ।

এই লুনার রোভার কী ? কী কাজ করবে ? এটি চাঁদের মাটি থেকে 3D ছবি পাঠাবে । যা গবেষণার জন্য ব্যবহৃত হবে । লুনার রোভারটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কম শক্তি খরচ হয় । পাশাপাশি, চাঁদের মাটিতে জল ও অন্য খনিজ পদার্থের খোঁজ চালাবে । অধ্যাপকদের দাবি, 20 ওয়াট সোলার ব্যাটারির সাহায্যে এটি কাজ করবে ।

ABOUT THE AUTHOR

...view details