দিল্লি, 7 জুন : এবার মাত্র 20 মিনিটেই জানা যাবে কোরোনার রিপোর্ট ৷ হায়দরাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির একটি বিশেষজ্ঞ দলের (IIT) দাবি , মাত্র 20 মিনিটে কোরোনা টেস্টের রিপোর্ট জানাতে পারবে এমন একটি কিট তৈরি করেছেন তাঁরা ৷ তাঁরা জানিয়েছেন, কোরোনা পরীক্ষার জন্য প্রধানত ব্যবহৃত হয় রিভার্স ট্রান্সক্রিপসন পলিমেরেজ় চেইন রিয়্যাকসন পদ্ধতি ৷ কিন্তু এই কিটের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হবে না ৷ হায়দরাবাদ IIT - র 3 বিশেষজ্ঞের দল এই কিটটি তৈরি করেছেন ৷
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই টেস্ট কিট তৈরি করতে খরচ পরবে মাত্র 550 টাকা ৷ তবে , এর বহুল ব্যবহার শুরু হলে খরচ কমে হতে পারে 350 টাকা ৷ টেস্ট কিটটির জন্য একটি পেটেন্ট দায়ের করা হয়েছে ৷ বর্তমানে বিশেষজ্ঞদের দলটি হায়দরাবাদের ESIC মেডিকেল কলেজ ও হাসপাতালে টেস্ট কিটটির পরীক্ষামূলক ট্রায়াল চালাচ্ছে ৷ ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ (ICMR) এর কাছে অনুমোদনও চেয়েছে দলটি ৷
সংবাদমাধ্যম সূত্রে খবর, IIT হায়দরাবাদের ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক শিব গোবিন্দ সিং ৷ তিনি ওই 3 বৈজ্ঞানিক দলের প্রধানও ৷ তিনি জানিয়েছেন, " আমরা COVID-19 ভাইরাসের এমন একটি টেস্ট কিট তৈরি করেছি, যা মাত্র 20 মিনিটেই রিপোর্টের ফলাফল জানাতে পারে ৷ কারও কোরোনার উপসর্গ থাকুক বা না থাকুক এই টেস্ট কিট পরীক্ষার সঠিক ফলাফল জানাতে পারে ৷ এই টেস্ট কিটের সবথেকে উন্নততর বিষয়টি হল, এটিতে রিভার্স ট্রান্সক্রিপসন পলিমারেজ় চেইন রিয়্যাকশন পদ্ধতি ব্যবহার করা হয় না ৷ "