হায়দরাবাদ(তেলেঙ্গানা), 17 জুন : হায়দরাবাদের IIT সংস্থার গবেষকরা একটি উন্নত মানের টেস্টিং কিট তৈরি করেছেন । এই কিটটির দ্বারা সিম্পটোমিক ও অ্যাসিম্পটোমিক রোগীদের রিপোর্ট আসছে মাত্র 20 মিনিটে । ইতিমধ্যেই ESIC মেডিকেল কলেজ ও হাসপাতালে টেস্ট কিটটির পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে । কিটটি এক জায়গা থেকে অপর জায়গায় নিয়ে যাওয়াও সহজ । এই কিটের সব থেকে বড় সুবিধা হল RT-PCR-র প্রয়োজন হয় না ।এই কিটে প্রতিটি টেস্টের খরচ 600 টাকা ।
কোরোনা নির্ণয়ের জন্য টেস্টিং কিটটি তৈরি করেছেন ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক শিব গোবিন্দ সিং, ডাঃ সূর্যস্নাতা ত্রিপাঠী, চতুর্থ বর্ষের ডাক্তারির ছাত্র পাট্টা সুপ্রাজা এবং প্রফেসর শিব গোবিন্দ সিংয়ের গবেষণার দলের অন্যান্য ছাত্রছাত্রীরা, প্রতিষ্ঠানের ফ্যাকাল্টিসহ ফান্ডিং এজেন্সি ।