দিল্লি, 24 এপ্রিল : অনেকদিন ধরেই গবেষণা চলছিল । শেষে কোরোনা ভাইরাস নির্ণয়কারী ডিভাইস তৈরিতে সাফল্য পেল দিল্লি IIT । আজই ডিভাইসটিকে অনুমোদন দিয়েছে ICMR । এই ডিভাইস যে গবেষক দল তৈরি করেছে তাঁদের মতে, এই মুহূর্তে যত টেস্টিং ডিভাইস রয়েছে তার থেকে সবচেয়ে সস্তা হবে এই ডিভাইস । শুধু থুতু থেকেই হয়ে যাবে কোরোনা পরীক্ষা । এই ডিভাইস ফ্লোরোসেন্ট কম্পাউন্ডের বদলে সাইবার কম্পাউন্ডের ব্যবহার করে । তাই কোরোনা পরীক্ষায় সঠিক ফলাফল দিতে সক্ষম এই ডিভাইস । গবেষকদের আরও দাবি, এই ডিভাইস সম্পূর্ণভাবে ত্রুটিমুক্ত ।
আজ গবেষকদের দলটিকে সম্মান জানাতে গিয়ে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল বলেন,"মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক তার সমস্ত প্রতিষ্ঠান, গবেষক, শিক্ষাবিদ, শিক্ষার্থী, অধ্য়াপকদ, শিক্ষাবিদদের জন্য গর্বিত । দেশের জনগণ খুব কম ব্যয়ে এই টেস্টিং কিট ব্যবহার করতে পারে । এটিই সত্যিই প্রশংসনীয় । এই কিটটি কেবল স্বাস্থ্য পরিষেবাকে আরও মজবুত করবে এবং সংকটের সময় সরকারকে সহায়তা করবে।"