পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা টেস্টিং ডিভাইস তৈরিতে সাফল্য পেল দিল্লি IIT - কোরোনা ভাইরাস নির্ণয়কারী ডিভাইস তৈরিতে সাফল্য পেল দিল্লি IIT

গবেষকদের দাবি, এই ডিভাইস সবচেয়ে সস্তা । এবং কোরোনা নির্ণয়ে সঠিক ফলাফল দিতে সক্ষম ।

ছবি
ছবি

By

Published : Apr 25, 2020, 12:51 AM IST

দিল্লি, 24 এপ্রিল : অনেকদিন ধরেই গবেষণা চলছিল । শেষে কোরোনা ভাইরাস নির্ণয়কারী ডিভাইস তৈরিতে সাফল্য পেল দিল্লি IIT । আজই ডিভাইসটিকে অনুমোদন দিয়েছে ICMR । এই ডিভাইস যে গবেষক দল তৈরি করেছে তাঁদের মতে, এই মুহূর্তে যত টেস্টিং ডিভাইস রয়েছে তার থেকে সবচেয়ে সস্তা হবে এই ডিভাইস । শুধু থুতু থেকেই হয়ে যাবে কোরোনা পরীক্ষা । এই ডিভাইস ফ্লোরোসেন্ট কম্পাউন্ডের বদলে সাইবার কম্পাউন্ডের ব্যবহার করে । তাই কোরোনা পরীক্ষায় সঠিক ফলাফল দিতে সক্ষম এই ডিভাইস । গবেষকদের আরও দাবি, এই ডিভাইস সম্পূর্ণভাবে ত্রুটিমুক্ত ।

আজ গবেষকদের দলটিকে সম্মান জানাতে গিয়ে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল বলেন,"মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক তার সমস্ত প্রতিষ্ঠান, গবেষক, শিক্ষাবিদ, শিক্ষার্থী, অধ্য়াপকদ, শিক্ষাবিদদের জন্য গর্বিত । দেশের জনগণ খুব কম ব্যয়ে এই টেস্টিং কিট ব্যবহার করতে পারে । এটিই সত্যিই প্রশংসনীয় । এই কিটটি কেবল স্বাস্থ্য পরিষেবাকে আরও মজবুত করবে এবং সংকটের সময় সরকারকে সহায়তা করবে।"

পোখরিয়াল IIT দিল্লি কুসুমা স্কুল অফ বায়োলজিকাল সায়েন্সেসের গবেষকদের অভিনন্দন জানান, যাঁরা কোরোনা নির্ণয়ের জন্য একটি ডিভাইস তৈরি করেছেন । যার অনুমোন দিয়েছে ICMR। তিনি বলেন, "মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এই গবেষণা ও উদ্যোগের জন্য প্রতিষ্ঠানগুলিকে যথাসম্ভব সাহায্য করবে ।" এই ধরনের প্রযুক্তি ও গবেষণাকে মূল্য দেওয়ার জন্য ICMR ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকেও ধন্যবাদ জানান।

এই গবেষণা দলে রয়েছেন প্রশান্ত প্রধান, আশুতোষ পান্ডে, প্রবীণ ত্রিপাঠি, অখিলেশ মিশ্র, পারুল গুপ্ত, সোনম ধমিজা, অধ্যাপক বিবেকানন্দন পেরুমাল, অধ্যাপক মনোজ বি মেনন, অধ্যাপক বিশ্বজিৎ কুণ্ডু ও অধ্যাপক জেমস গোমস ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details