পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সাহস থাকলে প্রথমে দাউদ ইব্রাহিমকে গ্রেপ্তার করুন ,পুলিশকে হুঁশিয়ারি রাজীবের - If You have the Dare

বেঙ্গালুরু পুলিশের হাতে আটক হওয়া গ্যাংস্টার রাজীব পূজারী পুলিশকে কটাক্ষ করে । তার বক্তব্য , সাহস থাকলে দাউদ ইব্রাহিমকে যেন গ্রেপ্তার করা হয় ।

ছবি
ছবি

By

Published : Jan 6, 2021, 7:11 PM IST

বেঙ্গালুরু, 6 জানুয়ারি : এইবার পুলিশকেই সরাসরি হুঁশিয়ারি গ্যাংস্টার রাজীব পূজারির । সে জানায়, সাহস থাকলে দাউদ ইব্রাহিমকে যেন গ্রেপ্তার করা হয় । গ্যাংস্টার রাজীব পূজারিকে বেঙ্গালুরু পুলিশ আটক করে । পরে অসুস্থতার জেরে তাকে হাসপাতালে ভরতি করা হয় ।

পুলিশ সূত্রে খবর, পূজারী তাদের জানিয়েছে তাকে খুব সহজেই আটক করা হয়েছে । কিন্তু দাউদ ইব্রাহিম এখনও পর্যন্ত অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত । যদি পুলিশের সাহস থাকে প্রথমে যেন দাউদকে গ্রেপ্তার করা হয় ।

তার আরও বক্তব্য, "পুলিশ আমাকে অন্য কোনও অযাচিত মামলায় আটক করেছে, যার সঙ্গে আমি জড়িত নই । আমার বিরুদ্ধে দায়ের করা কিছু মামলা সম্পূর্ণ পূর্বপরিকল্পিত এবং এমনকী এমন কয়েকটি মামলা রয়েছে যার সঙ্গে আমি জড়িত নই এবং তার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই । সিবিআই এবং মুম্বই পুলিশ আমাকে না জানিয়েই অনেক ফাইলের জন্য স্বাক্ষর নিয়েছে । এটা সত্যি যে এর আগে আমি আন্ডারওয়ার্ল্ডে সক্রিয় ছিলাম। বেঙ্গালুরুতে বিভিন্ন অপরাধমূলক কাজ করেছি। তবে আফ্রিকার সেনেগালে চলে যাওয়ার পর আমি কোনও অপরাধে জড়িত হইনি। অন্য কেউ আমার নাম ব্যবহার করে কিছু ভুল করেছে। আমি সেনেগালের আড়াইশ হেক্টর জমির মালিক । তাহলে কেন এখনও অপরাধমূলক ক্রিয়াকলাপে আমি জড়িত থাকব ?"

এদিকে কেরালা পুলিশ সূত্রে খবর পূজারি কেরলেও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিল । তাই তাকে তদন্তের জন্য প্রস্তুত কেরালা পুলিশও।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details