দিল্লি, 4 সেপ্টেম্বর: একজন গাড়ি চালাচ্ছেন এবং সেই গাড়িতে আর কেউ নেই, সেক্ষেত্রে মাস্ক না পরলেও চলবে৷ স্বাস্থ্যচর্চা করার সময় বা সাইকেল চালানোর সময় যদি আপনার কাছাকাছি কেউ না থাকে, তবে মাস্ক পরার প্রয়োজন নেই৷ কিন্তু এক গাড়িতে একাধিক ব্যক্তি থাকলে, একসঙ্গে অনেক মিলে এক্সারসাইজ করার সময় মাস্ক পরা বাধ্যতামূলক৷ বৃহস্পতিবার এই কথা জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷
কোভিড 19-এর দৈনিক আপডেট দেওয়ার সময় বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেন, "যখন অনেকে একটি গাড়িতে যাচ্ছেন, একসঙ্গে অনেকে এক্সারসাইজ় করছেন, তখন নিজের ও অন্যের সুরক্ষার কথা ভেবে মাস্ক পরতেই হবে৷ কিন্তু একা গাড়ি চালালে, এক্সারসাইজ করলে কিংবা সাইকেল চালালে মাস্কের প্রয়োজন নেই৷"