পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 18, 2019, 1:02 PM IST

ETV Bharat / bharat

পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই আলোচনা হবে : রাজনাথ

সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে আলোচনা নয় ৷ জানিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ তিনি এও জানান যে, আলোচনা হলে এবার একমাত্র পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই আলোচনা হবে ৷

রাজনাথ সিং

পাঁচকুলা, 18 অগাস্ট : সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে আলোচনা নয় ৷ জানিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ তিনি এও জানান যে, আলোচনা হলে এবার একমাত্র পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই আলোচনা হবে ৷

আজ হরিয়ানার পাঁচকুলায় রাজনাথ সিং বলেন, "কয়েক দিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন যে, ভারত বালাকোটের চেয়ে বড় পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে । এর অর্থ হল পাকিস্তানের প্রধানমন্ত্রী বালাকোটে ভারত কী করেছিল তা স্বীকার করেছেন ।"

এরপরই তিনি বলেন, "জম্মু ও কাশ্মীরের উন্নয়নের জন্য আর্টিকেল 370 ধারা বাতিল করা হয়েছে ৷ আমাদের প্রতিবেশী আন্তর্জাতিক সংস্থাগুলির দরজায় কড়া নাড়ছে । তারা বলছে যে, ভারত ভুল করেছে । পাকিস্তানের সঙ্গে আলোচনা কেবল তখনই হবে যখন তারা সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করবে ৷ যদি পাকিস্তানের সঙ্গে আলোচনা হয় তবে তা পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details