পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শুভেন্দু BJP-তে এলে তাঁকে স্বাগত : কৈলাস বিজয়বর্গীয়

শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছাড়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে কৈলাস বিজয়বর্গীয় বলেন , " মমতা বন্দ্যোপাধ্যায়ের অহংকার , দুর্নীতির রাজনীতি নিয়ে শুভেন্দু অনেকদিন থেকেই বিরক্ত ছিলেন । যদি শুভেন্দু BJP-তে যোগ দেন , তাহলে তাঁকে স্বাগত জানানো হবে । তৃণমূলের অনেক নেতা BJP-তে যোগ দেবেন । আমরা তাদের কয়েকজনের সঙ্গে যোগাযোগ রাখছি । "

Kailash Vijayvargiya
কৈলাস বিজয়বর্গীয়

By

Published : Nov 28, 2020, 8:03 AM IST

দিল্লি , 28 নভেম্বর : শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েট নেতা গতকাল মন্ত্রিত্ব ছাড়ার পর থেকে রাজ্য-রাজনীতিতে শোরগোল পড়ে গেছে । তাঁর পরবর্তী পদক্ষেপ কী হবে , তিনি BJP-তে যোগ দেবেন কি না তা নিয়ে চর্চা শুরু হয়েছে । এরই মধ্যে BJP-র সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় জানিয়ে দিলেন , "শুভেন্দু যদি BJP-তে যোগ দিতে চান , তাহলে তাঁকে স্বাগত জানাবে দল । "

শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছাড়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে কৈলাস বিজয়বর্গীয় বলেন , " মমতা বন্দ্যোপাধ্যায়ের অহংকার , দুর্নীতির রাজনীতি নিয়ে শুভেন্দু অনেকদিন থেকেই বিরক্ত ছিলেন । যদি শুভেন্দু BJP-তে যোগ দেন , তাহলে তাঁকে স্বাগত জানানো হবে । তৃণমূলের অনেক নেতা BJP-তে যোগ দেবেন । আমরা তাঁদের কয়েকজনের সঙ্গে যোগাযোগ রাখছি । "

শুনে নিন কৈলাস বিজয়বর্গীয়-র বক্তব্য

দলের সঙ্গে বেশ কিছুদিন ধরেই দূরত্ব তৈরি হয়েছিল শুভেন্দু অধিকারীর । গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি সম্বলিত ব্যানার, পোস্টার দেখা গেছে । তার নিচে লেখা- "আমরা দাদার অনুগামী" । তিনিও দলের পতাকা ছাড়াই একাধিক জায়গায় সভা করেছেন । এমনকী , নন্দীগ্রামে শহিদ দিবস উপলক্ষে সকালে তিনি সভা করার পর বিকেলে তৃণমূলের তরফে পৃথক সভা করা হয় । "খেজুরি দিবস" উপলক্ষে খেজুরিতে অরাজনৈতিক ব্যানারে মিছিল করেন তিনি । এরপর থেকেই তাঁর তৃণমূলে থাকা নিয়ে আরও জল্পনা বাড়তে শুরু করে । ক্ষোভের বরফ গলাতে শুভেন্দুর সঙ্গে বৈঠক করেছিলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সৌগত রায় । সমস্ত জল্পনা-কল্পনা উস্কে দিয়ে একের পর এক পদ থেকে ইস্তফা দেন তিনি ।

গতকাল মন্ত্রীর পদ থেকে ছাড়েন । তাঁর ইস্তফাপত্র গ্রহণের পর তড়িঘড়ি কালীঘাটের বাড়িতে বৈঠক ডাকেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেচ, পরিবহন এবং পরিবেশ- শুভেন্দুর ছেড়ে দেওয়া তিনটি দপ্তরই আপাতত মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজের হাতে রাখেন ।

ABOUT THE AUTHOR

...view details