পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আমি ক্ষমতা পেলে প্রধানমন্ত্রীকে জেলে ঢোকাব, বললেন NC নেতা - nc leader

প্রধানমন্ত্রী ও মিডিয়ার ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করলেন ন্যাশনাল কনফারেন্স নেতা জাভেদ আহমেদ রানা।

ফাইল ফোটো

By

Published : Mar 28, 2019, 1:36 PM IST

পুঞ্চ, 28 মার্চ : "ঈশ্বরের দিব্যি, আমি ক্ষমতা পেলে প্রধানমন্ত্রীকে জেলে ঢোকাব।" গতকাল এই মন্তব্য করেন ন্যাশনাল কনফারেন্স নেতা জাভেদ আহমেদ রানা।

তিনি বলেন, "আমাদের দেশে এবং জম্মু কাশ্মীরে প্রধানমন্ত্রীর জন্য যতজনের মৃত্যু হয়েছে, সেইসব কেসে প্রধানমন্ত্রীকে জেলে ঢুকিয়ে দিতাম। এরা সব খুনি। এরা মানবতার খুনি। এরা হিন্দু মুসলিমের ঐতিহ্যকে ধ্বংস করে দিয়েছে।"

জাভেদ আহমেদ রানা আরও বলেন, "আর দ্বিতীয় খুনি দেশের কিছু মিডিয়া। এইসব মিডিয়া একটি নির্দিষ্ট কমিউনিটির বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে। ঈশ্বরের দিব্যি, ক্ষমতা পেলে এদের সবাইকে ভিতরে ঢুকিয়ে দেব। যদি আমি সুযোগ পেতাম দেখিয়ে দিতাম কী হয় নেতৃত্ব।"

ABOUT THE AUTHOR

...view details