পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভেস্তে গেল জঙ্গিদের পরিকল্পনা, কাশ্মীরে আবার উদ্ধার IED ! - কাশ্মীরের খবর

আজ কাশ্মীরের বারমুল্লা জেলায় উদ্ধার হয় বিস্ফোরক (IED) ।

JK
ফাইল ছবি

By

Published : Sep 10, 2020, 5:53 PM IST

বারমুল্লা (জম্মু ও কাশ্মীর), 10 সেপ্টেম্বর : বড় বিস্ফোরণ আটকাল ভারতীয় সেনা । আজ কাশ্মীরের বারমুল্লা জেলায় উদ্ধার হয় বিস্ফোরক (IED) । জঙ্গিদের বিস্ফোরণের পরিকল্পনা কার্যত ভেস্তে দিল তারা ।

বারমুল্লার ওয়াটারগাম এলাকার বড় রাস্তার উপরেই ছিল বিস্ফোরক । নিরাপত্তা বাহিনী, রাষ্ট্রীয় রাইফেলস এবং স্থানীয় পুলিশের তৎপরতায় বিস্ফোরক উদ্ধার হয় ।

পুলিশ জানিয়েছে, রাস্তায় যান চলাচল বন্ধ করা হয়েছে । বম্ব স্কোয়াড বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ করছে ।

নিরাপত্তা বাহিনী এবং VIP- ব্যক্তিদের টার্গেট করেই জঙ্গিরা এই পদক্ষেপ করে । রাস্তায় বিস্ফোরক রাখে । কিন্তু তাদের সেই পরিকল্পনা ভেস্তে দেয় জওয়ানরা । কোনও VIP সেখানে পৌঁছানোর আগেই বিস্ফোরকের অস্তিত্ব টের পায় তারা । যান চলাচল বন্ধ করা হয় ।

গত চারদিনে এই নিয়ে দ্বিতীয়বার উত্তর কাশ্মীরে বিস্ফোরক উদ্ধার হল । একইভাবে কুপওয়ারা জেলায় সোমবার বিস্ফোরক উদ্ধার করে নিরাপত্তা বাহিনী ।

ABOUT THE AUTHOR

...view details