দিল্লি, 12 মে : কোরোনায় আক্রান্ত হয়ে ঠিক কতজনের মৃ্ত্যু হচ্ছে, তার একটি সুষ্পষ্ট তালিকা তৈরির প্রয়োজনীয়তা আছে । এই তালিকা তৈরির ক্ষেত্রে একটি নির্দেশিকা দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ । ICMR তার নতুন নির্দেশিকায় জানিয়েছে, যখন নিউমোনিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট বা রক্তজমাট বাঁধা বা অন্য কোনও কারণে কোনও রোগীর মৃত্যু হবে, তখন COVID-19- কে মৃত্যুর অন্তর্নিহিত কারণ হিসেবে চিহ্নিত করা হবে ।
ICMR-র তরফে নির্দেশিকায় বলা হয়েছে, COVID-19 একটি নতুন রোগ । যার প্রকোপে পুরো দেশ জর্জরিত । অনেক ক্ষেত্রে মৃত্যু হচ্ছে । কিন্তু মৃত্যুর আগে রিপোর্ট না আসায় বিভ্রান্তি তৈরি হচ্ছে । অনেক ক্ষেত্রে উপসর্গ থাকায় কোরোনায় মৃত্যু হিসেবে ধরে নেওয়া হচ্ছে । অনেক সময় পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসছে । কিন্তু উপসর্গ দেখা যাছে এবং পরে রোগীর মৃত্যু হচ্ছে । তাই কোরোনায় মৃত্যু নিয়ে নানা বিভ্রান্তি তৈরি হচ্ছে । এই পরিস্থিতিতে একটি সুস্পষ্ট নির্দেশিকা দিল ICMR । নির্দেশিকায় বলা হয়েছে, রোগের প্রকার বা মৃত্যুর কারণ জানা যেতে পারে একমাত্র রোগের ইতিহাস থেকে। এক্ষেত্রে রোগ কতটা গুরুতর, আগে থেকে রোগীর শরীরে আরও কী কী রোগ রয়েছে, রোগীর বয়সসহ নানা বিষয়ে গুরুত্ব দিতে হবে । মূলত যে বিষয়টি তালিকাভুক্ত করতে হবে, তা হল মৃত্যুর সময়ের ঘটনাক্রম । অর্থাৎ মৃত্যুর তাৎক্ষণিক কারণ, মৃত্যুর পূর্ববর্তী কারণ, মৃত্যুর অন্তর্নিহিত কারণ এবং কীভাবে একজন মারা যাচ্ছেন ।