পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বালাকোটে বায়ুসেনার অভিযানে নিকেশ 130-170 জন জঙ্গি : ইতালীয় সাংবাদিক

প্রতিবেদনে প্রকাশ, ভারতের এই অভিযানের প্রায় দু'ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ছটা নাগাদ পাকিস্তানের একটি আর্মি ইউনিট ঘটনাস্থানে পৌঁছায় । সেখান থেকে জখম জঙ্গিদের শিনকিয়ারির হারকাত-উল-মুজাহিদ্দিন ক্যাম্পে নিয়ে যায় । ওই ক্যাম্পে পাকিস্তানি সেনা ডাক্তাররা জঙ্গিদের চিকিৎসা শুরু করে ।

শিনকিয়ারির হারকাত-উল-মুজাহিদ্দিন ক্যাম্প

By

Published : May 9, 2019, 3:06 AM IST

দিল্লি, 9 মে : বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযানে 130 থেকে 170 জন জইশ-ই-মহম্মদ জঙ্গি নিকেশ হয়েছে । এক ইতালীয় সাংবাদিক তাঁর লেখা এক প্রতিবেদনে এই কথা লেখেন । গত 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় 40 জন জওয়ান শহিদ হন । এর 13 দিন পর ভারতীয় বায়ুসেনার তরফে বালাকোটে জঙ্গিনিধন অভিযান চালানো হয় ।

stringerasia.it নামক ওয়েবসাইটে বালাকোট অভিযানের উপর একটি প্রতিবেদন লেখেন ইতালীয় সাংবাদিক ফ্রান্সেস্কা মেরিনো । সেই প্রতিবেদনে প্রকাশ, বালাকোট হামলায় 130 থেকে 170 জন জইশ-ই-মহম্মদ জঙ্গি নিকেশ হয় । এদের মধ্যে 11 জন প্রশিক্ষক ছিল । এরা বোমা তৈরি থেকে অস্ত্র সরবরাহ, সবকিছুরই প্রশিক্ষণ দিত । এদের মধ্যে 2 জন আফগানিস্তান থেকে বালাকোটে এসেছিল । তিনি আরও লেখেন, ভারতের এই অভিযানে অনেক জঙ্গি জখমও হয় । তাদের মধ্যে চিকিৎসা চলাকালীন 20 মারা যায় । 45 জনেরও বেশি জঙ্গির এখনও চিকিৎসা চলছে ।

প্রতিবেদনে প্রকাশ, ভারতের এই অভিযানের প্রায় দু'ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ছটা নাগাদ পাকিস্তানের একটি আর্মি ইউনিট ঘটনাস্থানে পৌঁছায় । সেখান থেকে জখম জঙ্গিদের শিনকিয়ারির হারকাত-উল-মুজাহিদ্দিন ক্যাম্পে নিয়ে যায় । ওই ক্যাম্পে পাকিস্তানি সেনা ডাক্তাররা জঙ্গিদের চিকিৎসা শুরু করে । 45 জন জঙ্গির এখনও চিকিৎসা চলছে । গুরুতর জখম 20 জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় । চিকিৎসায় সেরে ওঠা জঙ্গিরা এখনও পাকিস্তানি সেনার হেপাজতে রয়েছে ।

“Balakot : more details revealed” নামের ওই প্রতিবেদনে ফ্রান্সেস্কা মেরিনো লেখেন, মৃত জঙ্গিদের পরিজনদের মুখ বন্ধ রাখতে জইশ-ই-মহম্মদের তরফে টাকা দেওয়া হয় ।

ABOUT THE AUTHOR

...view details