দিল্লি, 9 মে : বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযানে 130 থেকে 170 জন জইশ-ই-মহম্মদ জঙ্গি নিকেশ হয়েছে । এক ইতালীয় সাংবাদিক তাঁর লেখা এক প্রতিবেদনে এই কথা লেখেন । গত 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় 40 জন জওয়ান শহিদ হন । এর 13 দিন পর ভারতীয় বায়ুসেনার তরফে বালাকোটে জঙ্গিনিধন অভিযান চালানো হয় ।
stringerasia.it নামক ওয়েবসাইটে বালাকোট অভিযানের উপর একটি প্রতিবেদন লেখেন ইতালীয় সাংবাদিক ফ্রান্সেস্কা মেরিনো । সেই প্রতিবেদনে প্রকাশ, বালাকোট হামলায় 130 থেকে 170 জন জইশ-ই-মহম্মদ জঙ্গি নিকেশ হয় । এদের মধ্যে 11 জন প্রশিক্ষক ছিল । এরা বোমা তৈরি থেকে অস্ত্র সরবরাহ, সবকিছুরই প্রশিক্ষণ দিত । এদের মধ্যে 2 জন আফগানিস্তান থেকে বালাকোটে এসেছিল । তিনি আরও লেখেন, ভারতের এই অভিযানে অনেক জঙ্গি জখমও হয় । তাদের মধ্যে চিকিৎসা চলাকালীন 20 মারা যায় । 45 জনেরও বেশি জঙ্গির এখনও চিকিৎসা চলছে ।