ড্যাসল্ট মিরাজ 2000 চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান ৷ এই যুদ্ধবিমান তৈরি করেছে ফ্রান্সের ড্যাসল্ট অ্যাভিয়েশন ৷ ফরাসি বায়ুসেনার সুবিধার জন্য মিরাজIII-এর বদলে হালকা যুদ্ধবিমান হিসেবে 1970 সালে মিরাজ 2000 তৈরির পরিকল্পনা করা হয় ৷ বিভিন্ন ধাপে মিরাজ 2000-কে উন্নত করে বহুক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমানে পরিণত করা হয় ৷ প্রায় 9টি দেশের হাতে এই যুদ্ধবিমান রয়েছে ৷ এখনও পর্যন্ত 600টিরও বেশি মিরাজ তৈরি করা হয়েছে ৷
মিরাজ 2000-এর ডিজ়াইন
এই যুদ্ধবিমানে একজোড়া নোজ়হুইল ও প্রধান গিয়ারের প্রতিটিতে একটি করে চাকা-সহ ট্রাইসাইকেল-টাইপ ল্যান্ডিং গিয়ার রয়েছে ৷ মিরাজের শেষ অংশের নিচে একটি রানওয়ে টেলহুক বা একটি ব্রেক প্যারাসুট লাগানোর জায়গা রয়েছে, যা ল্যান্ডিং গিয়ারের কার্বন ব্রেকগুলির সঙ্গে একত্রে অবতরণ দূরত্ব সংক্ষিপ্ত করতে পরিচালনা করতে পারে ৷ একক আসনের বা দুই আসনেরও বহুক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান মিরাজ 2000 ৷
কোন দোন দেশ মিরাজ 2000 ব্যবহার করে ?
ভারত ছাড়াও আরও আটটি দেশকে মিরাজ 2000 বিক্রি করেছে ড্যাসল্ট ৷ এর মধ্যে রয়েছে ফ্রান্স, মিশর, আরব আমিরশাহি, তাইওয়ান, পেরু, গ্রিস ও ব্রাজ়িল ৷ তবে ব্রাজ়িলে এই যুদ্ধবিমান অবসর নিয়েছে ৷ 30 বছর ধরে মোট 583টি মিরাজ 2000 তৈরি করা হয়েছে ৷