পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পুরস্কৃত হতে চলেছে অভিনন্দন বর্তমানের স্কয়্যাড্রন

অভিনন্দন বর্তমানের 51 নম্বর স্কয়্যাড্রনকেই পুরস্কৃত করতে চলেছে বায়ুসেনা প্রধান আর কে এস ভাদোরিয়া । কমান্ডিং অফিসার গ্রুপ ক্যাপ্টেন সতীশ পাওয়ার স্কয়্যাড্রনের তরফে পুরস্কারটি গ্রহণ করবেন বলে খবর ।

ফাইল ফোটো

By

Published : Oct 6, 2019, 9:09 PM IST

দিল্লি, 6 অক্টোবর : পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে পালটা অভিযান চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা । বালাকোটে ঢুকে জইশ-ই-মহম্মদের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল । বায়ুসেনার এই অভিযানের পরদিন সীমান্ত পেরিয়ে ভারতের আকাশে ঢুকে পড়েছিল পাকিস্তানের যুদ্ধবিমান F-16 । এই বিমানটিকেই সফলভাবে ধ্বংস করেছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান । এবার সেই অভিনন্দন বর্তমানের 51 নম্বর স্কয়্যাড্রনকেই পুরস্কৃত করতে চলেছেন বায়ুসেনা প্রধান আর কে এস ভাদোরিয়া । কমান্ডিং অফিসার গ্রুপ ক্যাপ্টেন সতীশ পাওয়ার স্কয়্যাড্রনের তরফে পুরস্কারটি গ্রহণ করবেন বলে খবর ।

26 ফেব্রুয়ারি বালাকোট এয়ার স্ট্রাইকের সময় জৈশ ক্যাম্পে লেজ়ার গাইডেড বোমা ফেলেছিল 9 নম্বর স্কয়্যাড্রনের যুদ্ধবিমান । এই স্কয়্যাড্রনকেও পুরস্কৃত করা হবে বলে জানানো হয়েছে ।

27 ফেব্রুয়ারি আকাশসীমায় যখন পাকিস্তানের বেশ কয়েকটি F-16 যুদ্ধবিমান ঢুকে পড়ে তখন সে গুলিকে তাড়া করেছিল ভারতীয় বায়ুসেনা । সেই সময় আকাশের অবস্থা কেমন, কোন দিকে বিমান ঘোরালে শত্রুপক্ষের সেনা একবিন্দুও টের পাবে না , কীভাবে পাকিস্তানি যুদ্ধবিমানকে আকাশপথে ঘায়েল করা সম্ভব - এই সব কিছুই লক্ষ্য রাখছিলেন এক যুবতি । নাম স্কয়্যাড্রন লিডার মিন্তি আগরওয়াল । তাঁর 601 সিগন্যাল ইউনিটকেও দেওয়া হবে পুরস্কার ।

বালাকোট এয়ারস্ট্রাইকে পাকিস্তানের হাতে বন্দী হন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান । পরে অবশ্য পাকিস্তানের থেকে ছাড়া পেয়ে ভারতে ফেরেন তিনি । সুস্থ হয়ে ওঠার পর ছ'মাসেরও কম সময়ের মধ্যে ককপিটে ফেরেন অভিনন্দন ।

ABOUT THE AUTHOR

...view details