দিল্লি, 21 এপ্রিল : বীর চক্র সম্মানের জন্য অভিনন্দন বর্তমানের নাম প্রস্তাব করল ভারতীয় বায়ুসেনা । যুদ্ধকালীন পরিস্থিতিতে অসীম সাহসিকতা প্রদর্শনের জন্য তাঁর নাম প্রস্তাব করেছে বায়ুসেনা । পাশাপাশি বালাকোটে জঙ্গিঘাঁটি ধ্বংস করা মিরাজ 2000-র ১২ জন পাইলটকেও এই সম্মান দেওয়ার জন্য প্রস্তাব রাখা হয়েছে । পরমবীর চক্র ও মহাবীর চক্রের পর সামরিক বাহিনীর তৃতীয় সর্বোচ্চ সম্মান হল বীর চক্র ।
বীর চক্রের জন্য অভিনন্দনের নাম প্রস্তাব
বিশ্বের একমাত্র ফাইটার পাইলট হিসেবে F-16 যুদ্ধবিমান গুলি করে নামানোর কৃতিত্বের দাবিদার অভিনন্দন । সেই অসীম সাহসিকতা প্রদর্শনের জন্য বীর চক্র সম্মানের জন্য অভিনন্দন বর্তমানের নাম প্রস্তাব করল ভারতীয় বায়ুসেনা ।
প্রসঙ্গত, বিশ্বের একমাত্র ফাইটার পাইলট হিসেবে F-16 যুদ্ধবিমান গুলি করে নামানোর কৃতিত্বের দাবিদার অভিনন্দন । পাকিস্তান একাধিকবার F-16 ধ্বংস হওয়ার ঘটনাটি অস্বীকার করেছে । পাকিস্তানের দাবি সত্ত্বেও ভারত প্রমাণ হিসেবে রেডিয়ো সিগনাল ও র্যাডারের তথ্য তুলে ধরে । জানানো হয়, উইং কমান্ডার অভিনন্দনই গুলি করে নামিয়েছিলেন পাকিস্তানের F-16 যুদ্ধবিমান ।
এদিকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় শ্রীনগরের বেস ক্যাম্প থেকে অন্যত্র পোস্টিং দেওয়া হয়েছে অভিনন্দনকে । নতুন ক্যাম্পের নামও গোপন রাখা হয়েছে । পাকিস্তান থেকে ফিরে আসার পর চিকিৎসাও হয়েছে তাঁর। তারপরই ফাইটার জেট চালানোর ছাড়পত্র পেয়েছিলেন তিনি ।