পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতের হাতে প্রথম রাফাল যুদ্ধবিমান

প্রথম রাফাল যুদ্ধবিমান এল ভারতের হাতে ৷ 8 অক্টোবর আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে ভারতীয় বায়ুসেনাতে অন্তর্ভুক্ত হবে রাফাল যুদ্ধবিমান ৷

রাফাল

By

Published : Sep 21, 2019, 3:06 PM IST

প্যারিস, 21 সেপ্টেম্বর : প্রথম রাফাল যুদ্ধবিমান হাতে পেল ভারত ৷ এক ঘণ্টা তা উড়িয়েছেন ডেপুটি এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরি ৷ তবে এখনও আনুষ্ঠানিকভাবে বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয়নি রাফাল ৷

2016 সালের সেপ্টেম্বরে দাঁশো অ্যাভিয়েশনের সঙ্গে 59 হাজার কোটি টাকায় রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করে ভারত ৷ সেই চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পরবর্তী বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিং ভাদুরিয়া ৷ তাঁর ভূমিকার জন্য দুই আসন বিশিষ্ট প্রথম যুদ্ধবিমানের নম্বর দেওয়া হয়েছে RB-001 ৷ বৃহস্পতিবার ডেপুটি এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরির নেতৃত্বে ভারতীয় বায়ুসেনার একটি দল দাঁশো অ্যাভিয়েশনের থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান গ্রহণ করে ৷

বায়ুসেনা জানিয়েছে, 8 অক্টোবর আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে ভারতীয় বায়ুসেনাতে অন্তর্ভুক্ত হবে রাফাল যুদ্ধবিমান ৷ তবে 2022 সালের সেপ্টেম্বর-অক্টোবর থেকে পুরোপুরি শত্রুকে ধ্বংস করার কাজ শুরু করবে রাফাল ৷

ABOUT THE AUTHOR

...view details