পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশ আগে, ছুটি না কাটিয়েই স্কোয়াড্রনে ফিরলেন অভিনন্দন

শ্রীনগর স্কোয়াড্রনে ফিরলেন অভিনন্দন বর্তমান। চার সপ্তাহের সিক লিভের পর একটি মেডিকেল বোর্ড তাঁর স্বাস্থ্য পরীক্ষা করবে। এরপরেই নিশ্চিত হওয়া যাবে, অভিনন্দন আবার ককপিটে বসতে পারবেন কি না।

অভিনন্দন বর্তমান

By

Published : Mar 27, 2019, 9:56 AM IST

দিল্লি, 27 মার্চ : শ্রীনগর স্কোয়াড্রনে যোগ দিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। বায়ুসেনা সূত্রে জানা গেছে, তাঁকে চার সপ্তাহের ছুটি দেওয়া হয়েছিল। কিন্তু চেন্নাইয়ের বাড়িতে বাবা-মার সঙ্গে ছুটি না কাটিয়ে শ্রীনগর স্কোয়াড্রনে চলে যান অভিনন্দন।

পাকিস্তান থেকে দেশে ফেরার পর অভিনন্দনের সঙ্গে দু'সপ্তাহ ব্যাপী আলোচনা চলে। প্রায় ১২ দিন আগে তাঁকে চার সপ্তাহর ছুটিতে পাঠানো হয়। কিন্তু, তিনি ছুটি না কাটিয়ে স্কোয়াড্রনে ফিরে যান। এদিকে, চার সপ্তাহের সিক লিভের পর একটি মেডিকেল বোর্ড তাঁর স্বাস্থ্য পরীক্ষা করবে। এরপরেই নিশ্চিত হওয়া যাবে, অভিনন্দন আবার ককপিটে বসতে পারবেন কি না।

২৬ ফেব্রুয়ারি বালাকোটে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা। ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের F-16 বিমানকে ধ্বংস করে দেন অভিনন্দন। দুর্ভাগ্যবশত, তিনি পাকিস্তানের সীমানা পেরিয়ে সেদেশে নামেন। পাকিস্তান সেনা অভিনন্দনকে নিজেদের হেপাজতে নেয়। কূটনৈতিক চাপে অভিনন্দনকে ১ মার্চ রাতে দেশে ফেরাতে বাধ্য হয় পাকিস্তান।

ABOUT THE AUTHOR

...view details