দিল্লি, ১৩ মার্চ : LoC-র ১০ কিলোমিটারের মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চলে আসে পাকিস্তানের দুটি সুপারসনিক যুদ্ধবিমান। গতরাতে ভারতের রাডারে ধরা পড়ে সেই বিমানের উপস্থিতি। পুঞ্চ সেক্টরের LoC-র একেবারে কাছ ঘেঁষে চলে যায় পাকিস্তানের দুটি জেট। এই ঘটনার পর ভারতীয় বায়ুসেনা যে কোনও পরিস্থিতির জন্য সতর্ক আছে। জারি হয়েছে হাই আ্যালার্ট।
LoC-র কাছে পাকিস্তানের সুপারসনিক জেট, হাই অ্যালার্টে IAF: ANI - loc
LoC-র ১০ কিলোমিটারের মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চলে আসে পাকিস্তানের দুটি সুপারসনিক যুদ্ধবিমান। গতরাতে ভারতের রাডারে ধরা পড়ে সেই বিমানের উপস্থিতি। ঘটনার পর ভারতীয় বায়ুসেনা যে কোনও পরিস্থিতির জন্য সতর্ক আছে। জারি হয়েছে হাই আ্যালার্ট।
তবে পাকিস্তানের ওই বিমানগুলি ভারতের আকাশে ঢোকার চেষ্টা করছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে শব্দের থেকে বেশি গতিতে চলা বিমান সীমান্তের এত কাছে এসে যাওয়ার বিষয়টা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে বায়ুসেনা।
২৬ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনা বালাকোটে এয়ার স্ট্রাইক চালানোর পরের দিন ভারতের আকাশ সীমায় চলে আসে পাকিস্তানের বিমান। ভারতের সেনা ঘাঁটিগুলি টার্গেট করেই পাকিস্তান ওই অভিযান চালিয়েছিল বলে জানিয়েছে বায়ুসেনা। এরপর ভারতের বিমান তাড়া করে পাকিস্তানের বিমানকে। সেই ঘটনার সময়ই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মাটিতে গিয়ে পড়েছিল উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের মিগ বিমান। পাকিস্তানে ৫৫ ঘণ্টা বন্দী থাকার পর তাঁকে ভারতে ফিরিয়ে আনা হয়।