পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অমিত শাহের নাম করে ফোন, ধৃত বায়ুসেনা আধিকারিক - কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিজের বন্ধুকে উপাচার্য পদে নিয়োগ করার জন্য রাজ্যপালকে ফোন করেছিলেন কুলদীপ বাঘেলা । জানিয়েছিলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছেন । তাঁর বন্ধু চন্দ্রেশ কুমার শুক্লা অমিত শাহর ব্যক্তিগত সচিব হিসেবে নিজেকে পরিচয় দেন । IAF উইং কমান্ডার কুলদীপ বাঘেলার সঙ্গে তাঁর বন্ধু দন্ত চিকিৎসক চন্দ্রেশ কুমার শুক্লাকেও গ্রেপ্তার করেছে পুলিশ ।

arrest
arrest

By

Published : Jan 11, 2020, 10:22 AM IST

দিল্লি, 11 জানুয়ারি : মধ্যপ্রদেশে ভারতীয় বায়ুসেনার এক আধিকারিককে গ্রেপ্তার করল স্পেশাল টাস্ক ফোর্স । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নাম করে ভুয়ো ফোন কল করার জন্য তাঁকে গ্রেপ্তার করা হয় ।

মেডিকেল ইউনিভার্সিটিতে নিজের বন্ধুকে উপাচার্য পদে নিয়োগ করার জন্য রাজ্যপালকে ফোন করেছিলেন কুলদীপ বাঘেলা । জানিয়েছিলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছেন । তাঁর বন্ধু চন্দ্রেশ কুমার শুক্লা অমিত শাহর ব্যক্তিগত সচিব হিসেবে নিজেকে পরিচয় দেন । IAF উইং কমান্ডার কুলদীপ বাঘেলার সঙ্গে তাঁর বন্ধু দন্ত চিকিৎসক চন্দ্রেশ কুমার শুকলাকেও গ্রেপ্তার করেছে পুলিশ ।

স্পেশাল টাস্ক ফোর্সের অ্যাডিশনাল ডিরেক্টর জেনেরাল এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, কুলদীপ বাঘেলা রাজ্যপালকে ফোনকলে তাঁর বন্ধু চন্দ্রেশ কুমার শুক্লাকে মধ্যপ্রদেশ মেডিকেল সায়েন্স ইউনিভার্সিটির উপাচার্য পদে নিয়োগ করতে হবে । সেই কারণে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details