পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সারা জীবনের সঞ্চয় প্রতিরক্ষা মন্ত্রককে দিলেন প্রাক্তন বায়ুসেনা কর্মী - rajnath singh

74 বছর বয়সে এক প্রাক্তন বায়ুসেনা কর্মী তাঁর সারা জীবনের সঞ্চিত অর্থ দান করলেন প্রতিরক্ষা মন্ত্রকে ৷

সিবিআর প্রসাদ

By

Published : Jul 17, 2019, 1:48 AM IST

দিল্লি, 17 জুলাই : 9 বছর বায়ুসেনায় ছিলেন । আর 74 বছর বয়সেও দেশের প্রতি কর্তব্য পালন করতে ভোলেননি সিবিআর প্রসাদ । সারা জীবনের সঞ্চিত অর্থ দান করলেন প্রতিরক্ষা মন্ত্রকে ৷ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের হাতে তুলে দেন 1 কোটি 8 লাখ টাকা ৷

সিবিআর প্রসাদ বলেন, "9 বছর বায়ুসেনায় কাজ করার পর ভারতীয় রেলের তরফে একটি চাকরির প্রস্তাব পাই ৷ সেই প্রস্তাব পেয়ে বায়ুসেনা ছেড়ে দিলেও পরে কোনও কারণে রেলের চাকরিটা হয়নি ৷ তাই জীবনধারণের জন্য় পলট্রি ফার্ম খুলি । ভাগ্য়ক্রমে সেই ব্য়বসায় সফল হই ৷"

তিনি আরও বলেন, "জীবনে নিজের পরিবারের প্রতি কর্তব্য় পালন করেছি সবসময় ৷ আর এখন আমার মনে হয়েছে দেশের প্রতিও কর্তব্য় পালন করা উচিত ৷ তাই আমি এই অর্থ দান করার কথা ভাবি ৷ 30 বছর পলট্রি ফার্ম থেকে যা রোজগার করেছি তার 2 শতাংশ মেয়েকে দিয়েছি ৷ 1 শতাংশ স্ত্রীকে দিয়েছি ৷ আর বাকিটা আমি সমাজের উন্নয়নের জন্য় দান করলাম ৷"

নিজের সঞ্চয় প্রতিরক্ষা মন্ত্রককে দেওয়ার পাশাপাশি একটি স্পোর্টস বিশ্ববিদ্য়ালয়ও খুলেছেন তিনি ৷ বলেন, এক সময় দেশের হয়ে অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন দেখতেন ৷ তা না হওয়ায় তরুণ প্রজন্মকে তাদের স্বপ্নপূরণ করতে সাহায্য় করছেন ৷ আরও একটি স্পোর্টস বিশ্ববিদ্য়ালয় খোলার ইচ্ছেও প্রকাশ করেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details