বিকানের (রাজস্থান), ৪ মার্চ : পাকিস্তানি ড্রোনকে ধ্বংস করল ভারতীয় বায়ুসেনা। সংবাদসংস্থা ANI সূত্রে খবর, আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ রাজস্থানের বিকানেরের ভারত-পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় একটি ড্রোনকে ধ্বংস করা হয়েছে বায়ুসেনার তরফে।
সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ, সকাল সাড়ে এগারোটা নাগাদ পাকিস্তানের দিক থেকে আসা একটি ড্রোন আকাশসীমা লঙ্ঘন করে ভারতে প্রবেশ করে। ড্রোনটির উপর আক্রমণ করে ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনার একটি বিমান সেই ড্রোন লক্ষ্য করে গুলি করে। ধ্বংস হয় ড্রোনটি। ধ্বংসাবশেষ পাকিস্তানের মাটিতে পড়ে।