পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজস্থান সীমান্তে ফের পাকিস্তানি ড্রোন ধ্বংস বায়ুসেনার - iaf

পাকিস্তানি ড্রোনকে ধ্বংস করল ভারতীয় বায়ুসেনা। সংবাদসংস্থা ANI সূত্রে খবর, আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ রাজস্থানের বিকানেরের ভারত-পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় একটি ড্রোনকে ধ্বংস করা হয়েছে বায়ুসেনার তরফে।

পাকিস্তানি ড্রোন

By

Published : Mar 4, 2019, 8:51 PM IST

বিকানের (রাজস্থান), ৪ মার্চ : পাকিস্তানি ড্রোনকে ধ্বংস করল ভারতীয় বায়ুসেনা। সংবাদসংস্থা ANI সূত্রে খবর, আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ রাজস্থানের বিকানেরের ভারত-পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় একটি ড্রোনকে ধ্বংস করা হয়েছে বায়ুসেনার তরফে।

সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ, সকাল সাড়ে এগারোটা নাগাদ পাকিস্তানের দিক থেকে আসা একটি ড্রোন আকাশসীমা লঙ্ঘন করে ভারতে প্রবেশ করে। ড্রোনটির উপর আক্রমণ করে ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনার একটি বিমান সেই ড্রোন লক্ষ্য করে গুলি করে। ধ্বংস হয় ড্রোনটি। ধ্বংসাবশেষ পাকিস্তানের মাটিতে পড়ে।

সংবাদসংস্থা ANI সূত্রে খবর, ভারতীয় বায়ুসেনার রাডারে ড্রোনটির উপস্থিতি ধরা পড়ার পরই তৎপর হয় বায়ুসেনা। একটি সুখোই বিমান সেই ড্রোন লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। লক্ষ্যে আঘাত হানতে সফল হয় সুখোই।

BSF-এর একটি সূত্রের দাবি, সাড়ে এগারোটা নাগাদ ঘরসানা সীমান্তবর্তী পাকিস্তানের মাটিতে পরপর দুটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তবে পাকিস্তানের সংবাদমাধ্যম এই খবরের সত্যতা স্বীকার করেনি।

গত ২৬ ফেব্রুয়ারি গুজরাতের কচ সীমান্তে একটি পাকিস্তানি ড্রোন ধ্বংস করেছিল ভারতীয় বায়ুসেনা।

ABOUT THE AUTHOR

...view details