পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হায়দরাবাদের গান্ধি হাসপাতালে পুষ্পবৃষ্টি করবে IAF চপার - corona virus news

হায়দরাবাদের সেকেন্দরাবাদ এলাকার গান্ধি হাসপাতালের উপর দিয়েও উড়বে বায়ুসেনার চপার । সকাল 9.30 নাগাদ হবে পুষ্প বৃষ্টি ।

IAF চপার
IAF চপার

By

Published : May 2, 2020, 11:31 PM IST

হায়দরাবাদ, 2 মে : কোরোনা মোকাবিলায় দিন রাত লড়ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। জীবন বাজি রেখেই আক্রান্তদের সেবায় নিরন্তর কাজ করছেন তাঁরা। কেউ বাচ্চাকে ক্রেশে রেখে তো কেউ পরিবারকে ছেড়ে কাজে যোগ দিচ্ছেন। অনেকে আবার সহকর্মীদেরও আক্রান্ত হতে দেখছেন। তবুও ফের PPE সজ্জায় নামছেন কাজে। একইভাবে লড়ে চলেছেন পুলিশ কর্মীরাও । কেউ বিক্ষোভের সম্মুখীন হওয়ার পরও পরেরদিন ফের মানুষের সুরক্ষায় রাস্তায় নামছেন। এবার সেই স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এবং পুলিশ কর্মীদের কৃতজ্ঞতা জানাতে আগামীকাল আকাশে উড়বে সেনার চপার। দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে হায়দরাবাদের সেকেন্দরাবাদ এলাকার গান্ধি হাসপাতালের উপর দিয়েও উড়বে এই চপার। সকাল 9.30 নাগাদ হবে পুষ্প বৃষ্টি।

আজই গান্ধি হাসপাতালের সুপারিন্টেনডেন্ট ডঃ রাজা রাও একটি নির্দেশিকার মাধ্যমে সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সকাল 9 টার মধ্যেই ইউনিফর্মে হাজির থাকতে বলেছেন। এখানকার পুলিশকর্মীদেরও একই আবেদন করা হয়েছে। ভারতীয় বায়ুসেনার হাকিমপেট স্টেশনে গ্রুপ ক্যাপিটেন কে এস রাজু (মেডিকেল) এবং গ্রুপ ক্যাপ্টেন পঙ্কজ গুপ্তার নেতৃত্বে এই পুষ্পবৃষ্টি হবে।

উল্লেখ্য, গতকালই স্থলসেনা, নৌসেনা এবং বায়ুসেনার তিন প্রধানকে নিয়ে একটি বিশেষ প্রেস বিবৃ্তি দেন জেনেরাল রাওয়াত। সেখানে তিনি বলেন, "কোরোনা পরিস্থিতিতে এক হয়ে লড়ছে দেশবাসী । দ্রুত কোরোনা মোকাবিলার চেষ্টা চলছে। এই কোরোনার হাত থেকে আমাদের সুরক্ষিত রাখতে যাঁরা দিন রাত কাজ করে চলেছেন তাঁদের আমরা কৃতজ্ঞতা জানাব। কোরোনা মোকাবিলায় যোদ্ধাদের সম্মান জানাতে বিমানের ফ্লাই পাস্ট শুরু হবে একদিকে শ্রীনগর থেকে উড়বে তিরুবনন্তপুরম পর্যন্ত। অন্যদিকে ডিব্রুগড় থেকে কচ্ছ পর্যন্ত।"

ABOUT THE AUTHOR

...view details