পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পাকিস্তান সীমান্ত বরাবর চলল মহড়া, উড়ল যুদ্ধবিমান

সীমান্তে মহড়া চালাল ভারত। যোগ দেয় বায়ুসেনার একাধিক প্রথমসারীর যুদ্ধবিমান।

ছবিটি প্রতীকী

By

Published : Mar 15, 2019, 11:07 AM IST

দিল্লি, ১৫ মার্চ : সীমান্তে যুদ্ধবিমানের বড়সড় মহড়া চালাল ভারতীয় বায়ুসেনা। যোগ দেয় বায়ুসেনার একাধিক প্রথমসারীর যুদ্ধবিমান। গতরাতে পঞ্জাব ও জম্মুতে এই মহড়ার আয়োজন করা হয়।

অমৃতসর ও জম্মুর সীমান্তবর্তী এলাকায় বড়সড় মহড়া চালায় IAF। দ্রুতগতিতে IAF-র জেটবিমানগুলিকে ভারতীয় আকাশসীমায় উড়তে দেখা যায়। পাকিস্তান যেভাবে ভারতের আকাশসীমা লঙ্ঘন করছে, তার মোকাবিলা করতেই এই মহড়া বলে জানা গেছে।

২৬ ফেব্রুয়ারি, সীমান্ত পেরিয়ে পাকিস্তানের বালাকোটসহ একাধিক জায়গায় অভিযান চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় জইশের জঙ্গিঘাঁটিগুলি। এরপরই ভারতের আকাশসীমা লঙ্ঘনের জন্য একাধিকবার চেষ্টা চালায় পাকিস্তানের যুদ্ধবিমান। ফের যাতে সীমান্ত লঙ্ঘন করতে না পারে, তাই সীমান্তে হাইঅ্যালার্ট জারি করেছে IAF।

পাশাপাশি, প্রতিবেশী দেশের আক্রমণ প্রতিহত করতে সীমান্তে যুদ্ধবিমানের মহড়া শুরু করল ভারতীয় বায়ুসেনা।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details