পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আপনারা কি আমার বক্তৃতা সেনসর করছেন? প্রশ্ন অমল পালেকরের

অমল পালেকরের অভিযোগ, তাঁকে সেনসরশিপের মুখে পড়তে হয়েছে

সাংবাদিক বৈঠকে অমল পালেকর

By

Published : Feb 11, 2019, 12:01 AM IST

দিল্লি, ১০ ফেব্রুয়ারি : ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টে গতকাল বক্তৃতা দিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছিলেন চিত্র পরিচালক অমল পালেকর। সেজন্য গ্যালারির কিউরেটর তাঁকে মাঝপথে থামিয়ে দিয়ে নির্দিষ্ট বিষয়ে বক্তৃতা দেওয়ার "অনুরোধ" করেন। সে প্রসঙ্গে অমল পালেকর আজ সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেন, "আমাকে সেনসরশিপের মুখে পড়তে হয়েছে।"

শুক্রবার মুম্বইতে বিশিষ্ট শিল্পী প্রভাকর বারওয়ের কাজ নিয়ে একটি প্রদর্শনীর উদ্বোধন হয় ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টে। সেই অনুষ্ঠানে বক্তৃতার জন্য অমল পালেকরকে আমন্ত্রণ জানানো হয়। প্রভাকর বারওয়ের মৃত্যুর ২৪ বছর পর এটি ছিল তাঁর কাজের উপর প্রথম রেট্রোস্পেকটিভ। সেজন্য প্রাথমিকভাবে অমল পালেকর গ্যালারি কর্তৃপক্ষের প্রশংসা করেন। কিন্তু একই সঙ্গে তিনি গ্যালারির মুম্বই ও বেঙ্গালুরু কেন্দ্রের উপদেষ্টা কমিটি বাতিলের সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। সেই সময় অমল পালেকরকে তাঁর বাধা দেওয়া হয়।

আজ সাংবাদিক বৈঠকে অমল পালেকর বলেন, "কিউরেটর জেসল ঠাকরে আমাকে বলেন, মূল বিষয় থেকে সরে না গিয়ে প্রভাকর বারওয়ের বিষয়ের উপরেই বক্তব্য সীমিত রাখুন। কিন্তু, বিষয়টি এমন নয় যে আমি বারওয়ের সম্পর্কে কথা বলছিলাম না।"

সম্প্রতি যবতমহলে একটি সাহিত্য সভায় লেখিকা নয়নতারা সেহগালকে আমন্ত্রণ জানানো হয়। পরে সেই আমন্ত্রণ ফিরিয়ে নেওয়া হয়। প্রসঙ্গটিকে তুলে ধরে অমল পালেকর প্রশ্ন করেন, "আমরা কি এখানেও একই পরিস্থিতি তৈরি করছি? আপনারা আমায় কথা বলতে বারণ করছেন। আমি বলব না। যাঁরা আমাকে বাধা দিলেন আমি তাঁদের জিজ্ঞাসা করছি, আপনারা কি আমার বক্তৃতা সেনসর করছেন?"

প্রদর্শনীর উদ্যোক্তা সুহাস বাহুলকর বলেন, "বক্তৃতার ফোকাস যাতে সরে না যায় সেটাই আমরা লক্ষ্য ছিল। আমি সেটাই অমল পালেকরকে বলেছিলাম।"

যদিও বিষয়টি নিয়ে বিরোধীরা সরব হয়েছেন। তাঁদের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে বাকস্বাধীনতার উপর আঘাত করা হচ্ছে। বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন, "কারোর বিরুদ্ধে দেশদ্রোহিতায় মামলা করা হচ্ছে, কাউকে বলতে দেওয়া হচ্ছে না। এটাই তো নিউ ইন্ডিয়া না! দেশে বদল আসছে। মোদিজি তো এই আচ্ছে দিনের কথাই বলেছিলেন।"

ABOUT THE AUTHOR

...view details