দিল্লি, ১০ ফেব্রুয়ারি : ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টে গতকাল বক্তৃতা দিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছিলেন চিত্র পরিচালক অমল পালেকর। সেজন্য গ্যালারির কিউরেটর তাঁকে মাঝপথে থামিয়ে দিয়ে নির্দিষ্ট বিষয়ে বক্তৃতা দেওয়ার "অনুরোধ" করেন। সে প্রসঙ্গে অমল পালেকর আজ সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেন, "আমাকে সেনসরশিপের মুখে পড়তে হয়েছে।"
শুক্রবার মুম্বইতে বিশিষ্ট শিল্পী প্রভাকর বারওয়ের কাজ নিয়ে একটি প্রদর্শনীর উদ্বোধন হয় ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টে। সেই অনুষ্ঠানে বক্তৃতার জন্য অমল পালেকরকে আমন্ত্রণ জানানো হয়। প্রভাকর বারওয়ের মৃত্যুর ২৪ বছর পর এটি ছিল তাঁর কাজের উপর প্রথম রেট্রোস্পেকটিভ। সেজন্য প্রাথমিকভাবে অমল পালেকর গ্যালারি কর্তৃপক্ষের প্রশংসা করেন। কিন্তু একই সঙ্গে তিনি গ্যালারির মুম্বই ও বেঙ্গালুরু কেন্দ্রের উপদেষ্টা কমিটি বাতিলের সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। সেই সময় অমল পালেকরকে তাঁর বাধা দেওয়া হয়।
আজ সাংবাদিক বৈঠকে অমল পালেকর বলেন, "কিউরেটর জেসল ঠাকরে আমাকে বলেন, মূল বিষয় থেকে সরে না গিয়ে প্রভাকর বারওয়ের বিষয়ের উপরেই বক্তব্য সীমিত রাখুন। কিন্তু, বিষয়টি এমন নয় যে আমি বারওয়ের সম্পর্কে কথা বলছিলাম না।"