পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অমিত শাহকে বলছি, অবিলম্বে অভিন্ন দেওয়ানি বিধি চালু করুন : উদ্ধব ঠাকরে - sharad pawar

"আমরা জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার চেয়েছিলাম ৷ সেটা পূরণ হয়েছে । কিন্তু আমাদের অন্যতম দাবি সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু । আমি অমিত শাহর কাছে আবেদন করছি, অবিলম্বে সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করুন ৷"

উদ্ধব ঠাকরে

By

Published : Oct 9, 2019, 11:55 AM IST

মুম্বই, 9 অক্টোবর: দশেরা উপলক্ষ্যে গতকাল মুম্বইয়ের শিবাজি পার্কে এক অনুষ্ঠানে যোগ দেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ৷ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে অবিলম্বে দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি চালুর জন্য তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশে আবেদন রাখেন ।

উদ্ধব বলেন, "আমায় অনেকেই প্রশ্ন করেন কেন আমরা BJP-র সঙ্গে কেন্দ্রে জোটে রয়েছি । আমার উত্তর একটাই, আপনাদের কি মনে হয় শরদ পাওয়ার, মায়াবতীদের মতো নেতারা দেশ চালাতে পারবেন ? সেই কারণেই আমরা BJP-কে সমর্থন করে জাতীয় ও রাজ্যস্তরে তাদের সঙ্গে জোটে রয়েছি ৷ উত্তরপ্রদেশে SP-BSP জোট করেছিল ৷ কিন্তু তার ফল কী হয়েছিল তা সবারই জানা ৷ আমরা জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার চেয়েছিলাম ৷ সেটা পূরণ হয়েছে । কিন্তু আমাদের অন্যতম দাবি সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু । আমি অমিত শাহর কাছে আবেদন করছি, দ্রুত সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করুন ৷"

ভাষণে রামমন্দির ইশুতে উদ্ধব বলেন, "আমরা সবসময় অযোধ্যায় রামমন্দির তৈরির দাবি করে এসেছি ৷ আমরা চাই অযোধ্যায় রামমন্দির তৈরি হোক ৷ যতদিন তা না হয়, আমরা আন্দোলন চালিয়ে যাব ৷ এজন্য আমরা মরতেও প্রস্তুত ৷ কিন্তু আমরা আমাদের প্রতিজ্ঞা ভাঙতে দেব না ৷ এটাই শিবসেনার নীতি ৷ এই কারণেই আমাদের মন্দিরের দরকার ৷ শিবসেনা কখনও রাম-নাম নিয়ে রাজনীতি করেনি ৷ রামচন্দ্র নিজের পিতার জন্য সবকিছু ত্যাগ করেছিলেন ৷ আমাদের কী তাঁকে নিয়ে রাজনীতি করা উচিৎ?"

সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন । উদ্ধব বলেন, "শিবসেনার অস্তিত্ব সংকটে পড়বে না ৷ রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে আবার শিবসেনা ক্ষমতায় ফিরবে ৷ এই ব্যাপারে আমি নিশ্চিত ৷ " উল্লেখ্য, মহারাষ্ট্রে 21 অক্টোবর ভোট হবে ৷ ভোট গণনা 24 অক্টোবর ৷

ABOUT THE AUTHOR

...view details