পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতে পাঠালে আত্মহত্যা করব : নীরব মোদি - nirav modi in fraud case

দেশে পাঠানো হলে আত্মহত্যা করব ৷ গতকাল ব্রিটেনের আদালতে এমনই বলেন নীরব মোদি ৷

ছবি

By

Published : Nov 7, 2019, 11:32 AM IST

Updated : Nov 7, 2019, 2:44 PM IST

লন্ডন, 7 নভেম্বর : দেশে পাঠানো হলে আত্মহত্যা করব ৷ গতকাল ব্রিটেনের আদালতে এমনই বলেন নীরব মোদি ৷ এনিয়ে পাঁচবার জামিনের আবেদন করলেন তিনি ৷ এবারও খারিজ হয়েছে জামিন ৷ আদালতে নীরব বলেন, "জেলে থাকাকালীন তিনবার মারধর করা হয়েছে আমাকে ৷" পাশাপাশি নীরবের বক্তব্য, "যদি আমাকে দেশে পাঠানো হয় তাহলে আত্মহত্যা করব ৷"এর আগে চারবার নীরব মোদির জামিনের আবেদন খারিজ করেছেন ব্রিটেনের রয়্যাল কোর্ট অফ জাস্টিস ।

নীরবের আইনজীবী কেইথ পঞ্চমবার জামিনের আবেদন জানান ৷ আইনজীবীর দাবি, এপ্রিলে ওয়ান্ডসওয়ার্থের জেলে দু'বার মারধর করা হয়েছে নীরবকে ৷ মঙ্গলবারও তাঁকে মারধর করা হয় ৷ জেলের অন্য দুই বন্দী নীরবের সেলের মধ্যে ঢুকে তাঁকে ঘুষি মারে ৷ পরে মেঝেতে ফেলে দেয় ৷ লাথিও মারে নীরবকে ৷ এটি পরিকল্পিত আক্রমণ ছিল ৷ এমন কী ঘটনার পরও নীরবের কথা শোনেনি জেল কর্তৃপক্ষ ৷

পরে নীরব মোদি বলেন, "যদি আমাকে দেশে পাঠানো হয় তাহলে আত্মহত্যা করব ৷ কারণ দেশে ফিরে আমি নায্য় বিচার পাব না ৷"

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে শোধ করেননি নীরব মোদি। সেই ঘটনায় প্রায় 13 হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গ্রেপ্তারি এড়াতে গত বছর দেশ ছেড়ে পালান তিনি। কয়েকমাস আগে তাঁকে লন্ডনের রাস্তায় দেখা যায়। চওড়া গোঁফে 9 লাখ টাকার অস্ট্রিক হাইড কালো জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। ব্রিটিশ সংবাদপত্র দা টেলিগ্রাফের এই ভিডিয়ো নিয়ে শোরগোল উঠেছিল। দা টেলিগ্রাফের একটি রিপোর্ট অনুযায়ী লন্ডনের সোহো এলাকায় হিরের ব্যবসা শুরু করেছেন নীরব। এরপর ব্রিটেনের কাছে নীরবকে প্রত্যর্পণের আর্জি জানিয়েছিল ভারত। 48 বছরের ওই ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল লন্ডনের ওয়েস্টমিনস্টার আদালত। 19 মার্চ লন্ডনের হলবর্ন মেট্রো স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় নীরবকে । পরদিন ওয়েস্টমিনস্টার আদালতে তোলা হলে জামিনের আবেদনও খারিজ হয়ে যায়।

৩০ মার্চ দ্বিতীয়বার জামিনের আবেদন খারিজ হয় নীরব মোদির। পোষ্যর খেয়াল রাখার জন্য নীরবের জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবীরা। পরে জুন মাসেও নীরব মোদির জামিনের আবেদন খারিজ করে ব্রিটেনের রয়্যাল কোর্ট অফ জাস্টিস ।

Last Updated : Nov 7, 2019, 2:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details