বেঙ্গালুরু, 2 মার্চ : যারা দেশবিরোধী স্লোগান দেয়, তাদের গুলি করে মেরে ফেলা উচিৎ, এমনই মন্তব্য করলেন কর্নাটকের মন্ত্রী বি সি পাটিল ৷ বললেন, "দেশবিরোধী স্লোগান দেওয়াটা আজকের দিনের যুবসমাজের সস্তায় নাম কামানোর একটা ফ্যাশন হয়ে গেছে ৷ এতে দেশের ও দেশাত্মবোধের ক্ষতি হচ্ছে ৷ আমি কেন্দ্রের কাছে আবেদন করব, এদের যাতে দেখামাত্র গুলি করে মারা হয় ৷"
দেশবিরোধী স্লোগান দিলেই গুলি করা দরকার, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর - B S Patil
কিছুদিন আগেই দেশবিরোধী স্লোগানের কারণে গ্রেপ্তার করা হয়েছিল বেঙ্গালুরুর এক যুবতিকে ৷ এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন কর্নাটকের বি এস পাটিল ৷
দিনকয়েক আগেই পাকিস্তানপন্থী স্লোগানের জন্য খবরের শিরোনামে এসেছিল বেঙ্গালুরু ৷ 20 ফেব্রুয়ারি AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বে CAA-র প্রতিবাদে সভার আয়োজন করা হয়েছিল বেঙ্গালুরুতে ৷ সেই সভামঞ্চ থেকেই বিতর্কিত 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান তুলেছিল অমূল্যা লেওনা নামের এক যুবতী ৷ যদিও তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোল করেন AIMIM প্রধান ৷ যুবতির হাত থেকে মাইক কেড়ে নিয়ে তাঁকে সভামঞ্চ থেকে নামিয়ে দেন ৷ সভামঞ্চ থেকে বলা স্লোগানের জন্য ক্ষমাও চান তিনি ৷
আসাদউদ্দিন ওয়াইসি সেদিন বলেছিলেন, "এই মন্তব্যের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ ওই যুবতি আমাদের সঙ্গে যুক্ত নন ৷ আমাদের জন্য সবসময় ভারত জিন্দাবাদ ছিল, সবসময় থাকবে ৷"