দিল্লি , 28 অক্টোবর : বিহার বিধানসভার প্রথম দফার ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে । ভোটগ্রহণ চলাকালীন বিহারবাসীর উদ্দেশে টুইট-বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কোরোনা স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেককে গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার আহ্বান জানান তিনি ।
প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, "আজ বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ । প্রত্যেক ভোটদাতাকে আমার অনুরোধ , কোরোনা সতর্কতা মেনে আপনারা গণতন্ত্রের এই উৎসবে শামিল হন । দুই গজ দূরত্ব বজায় রাখার কথা মনে রাখুন এবং অবশ্যই মাস্ক পরুন । "
আজ বিহারে প্রথম দফায় 71টি আসনে ভোট চলছে । এই দফায় ভোটের ময়দানে লড়ছেন 1 হাজার 66 জন প্রার্থী । তাঁদের মধ্যে 114 জন মহিলা । সকাল 7 টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে । সকাল 9টা পর্যন্ত 5.32 শতাংশ ভোট পড়েছে ।
প্রথম দফার ভোটে ময়দানে নেমেছেন নীতীশ কুমারের মন্ত্রিসভার আধ ডজন হেভিওয়েট । তালিকায় রয়েছেন কৃষ্ণনন্দন বর্মা, প্রেম কুমার, জয়কুমার সিং, সন্তোষকুমার নিরালা, বিজয় সিনহা এবং রামনারায়ণ মণ্ডলের মতো মন্ত্রীরা । দেশজুড়ে কোরোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এই প্রথমবার বড় কোনও নির্বাচন হচ্ছে দেশে ।