ভোপাল, 7 এপ্রিল : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের প্রাক্তন ব্যক্তিগত সচিব প্রবীণ কক্করের ইন্দোরের বাড়িতে আজ ভোর থেকে অভিযান চালায় আয়কর দপ্তরের আধিকারিকরা। উদ্ধার হয়েছে প্রায় 9 কোটি টাকা। প্রবীণ কক্করের ফ্ল্যাট যে আবাসনে, সেটি ঘিরে রেখেছে CRPF। ঢুকতে দেওয়া হয়নি রাজ্য পুলিশকে। যা নিয়ে দু'তরফে উত্তপ্ত বাদানুবাদ হয়।
আজ সকালে প্রবীণের ইন্দোরের বাড়িতে 150 জন CRPF জওয়ানকে নিয়ে অভিযান চালায় আয়কর দপ্তরের আধিকারিকরা। বাড়ি সহ পুরো আবাসনটাই ঘিরে ফেলে CRPF। খবর পেয়ে সেখানে যায় রাজ্য পুলিশ। কিন্তু, তাদের অভিযোগ, আবাসনে ঢুকতে বাধা দেয় CRPF।
ভোপালের SP ভূপিন্দর সিং বলেন, "আয়কর দপ্তরের অভিযান নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু, ওই আবাসনে প্রচুর সাধারণ মানুষও রয়েছে, যাদের অনেকের চিকিৎসার প্রয়োজন। তাঁরাই আমাদের খবর দিয়েছিল। কারণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আবাসন থেকে কাউকে ঢুকতে ও বের হতে দিচ্ছে না। CRPF আমাদেরও ঢুকতে দেয়নি।"
যদিও CRPF রাজ্য পুলিশের দাবি অস্বীকার করেছে। CRPF আধিকারিক প্রদীপ কুমার জানান, তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করছেন মাত্র। ওই আবাসন ঘিরে রাখার নির্দেশ রয়েছে। কেউ যাতে সেখানে ঢুকতে বা সেখান থেকে বের হতে না পারে তেমন নির্দেশই রয়েছে আমাদের উপর। কিন্তু, মধ্যপ্রদেশ পুলিশ আমাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছে।"