দিল্লি, 7 অক্টোবর : তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ঘনিষ্ঠ শশিকলার সম্পত্তি ফ্রিজ করল আয়কর দপ্তর । তাঁর 2 হাজার কোটি টাকার সম্পত্তি ফ্রিজ করা হয়েছে ।
সূত্রের খবর, তামিলনাড়ুর কোদানাদ ও সিরুভাথুর এলাকায় তাঁর সম্পত্তির খোঁজ পাওয়া গেছে । ফ্রিজ করার ফলে এই সম্পত্তি আর কোনও লেনদেন করতে পারবেন না তিনি ।
এবিষয়ে আয়কর দপ্তরের এক আধিকারিক বলেন, "শশিকলার সম্পত্তি ফ্রিজ করা হয়েছে । প্রায় 2000 কোটি টাকার সম্পত্তি ফ্রিজ করা হয়েছে ।"
2016 সালে জয়ললিতার মৃত্যুর পর দুর্নীতির মামলায় শশিকলার কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত । এমনকী তাঁর দুই আত্মীয়ও জেলে রয়েছেন এই মামলায় । 2021 সালের ফেব্রুয়ারিতে তাঁর কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার কথা । সূত্রের খবর, জেলে ভালো ব্যবহারের জন্য তাঁকে আগেই মুক্তি দেওয়া হতে পারে ।