পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

''বন্ধুকে ভীষণ মিস করি'', অরুণ জেটলিকে স্মরণ প্রধানমন্ত্রীর - PM Modi remembers Arun Jaitley

অরুণ জেটলির মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করে আজ সকালে টুইট করেন প্রধানমন্ত্রী । প্রধানমন্ত্রীর পাশাপাশি অমিত শাহ-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলিকে টুইটবার্তায় শ্রদ্ধা জানান ৷

PM Modi remembers Arun Jaitley
অরুণ জেটলিকে স্মরণ প্রধানমন্ত্রীর

By

Published : Aug 24, 2020, 10:31 AM IST

দিল্লি, 24 অগাস্ট : অরুণ জেটলির মৃত্যু বার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ সকালে টুইট করেন তিনি ৷ অরুণ জেটলিকে বন্ধু বলে উল্লেখ করেন টুইটবার্তায় ৷

প্রধানমন্ত্রী লেখেন, ''গতবছর আজকের দিনে অরুণ জেটলিকে আমরা হারিয়েছিলাম ৷ আমি আমার বন্ধুকে ভীষণ মিস করি ৷ তিনি কায়মনোবাক্যে দেশের কাজ করেছেন ৷ তাঁর বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, ব্যক্তিত্ব মনে রাখার মতো ৷''

এই টুইটবার্তার পর একটি জেটলির স্মরণসভায় নিজের বক্তব্যের লিঙ্ক শেয়ার করেছেন প্রধানমন্ত্রী ৷

প্রধানমন্ত্রীর পাশাপাশি অমিত শাহ-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলিকে স্মরণ করে টুইট করেন ৷ অমিত শাহের বার্তা, ''অরুণ জেটলিজি একজন অসাধারণ রাজনীতিবিদ ৷ তাঁর মতো বক্তা, ভালো মানুষ ভারতীয় রাজনীতিতে বিরল ৷ তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী ও একজন সত্যিকারের বন্ধু ৷ স্বচ্ছ লক্ষ্য ও দেশের প্রতি তাঁর অবদানের জন্য স্মরণীয় থাকবেন ৷''

আর এক কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং টুইটারে লেখেন, অরুণ জেটলি তাঁর কাছে প্রহেলিকার মতো ছিলেন ৷ অনেকবছর ধরে তাঁর প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িয়ে ছিলেন তিনি ৷ তাঁর জীবনে জেটলিজির ভূমিকা বা অবদান ভোলার নয় ৷

টুইটবার্তার মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় মুখতার আববাস নকভি ৷ তিনি লেখেন, দক্ষ প্রশাসক, সংগঠক অরুণ জেটলির মৃত্যু বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা ৷ দেশের বিকাশে তাঁর অবদান গুরুত্বপূর্ণ ৷

ABOUT THE AUTHOR

...view details