দিল্লি, 25 ফেব্রুয়ারি : রাজঘাটে শান্তি প্রার্থনায় বসেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । সঙ্গে রয়েছেন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও । CAA বিরোধী প্রতিবাদে উত্তাল হয়ে রয়েছে দিল্লি । প্রথমে শাহিনবাগ । এখন জাফরাবাদ । CAA বিরোধী প্রতিবাদের জেরে ক্রমাগত হিংসা বাড়ছে সেখানে । এখনও পর্যন্ত একজন পুলিশকর্মীসহ মারা গেছে মোট নয়জন । হিংসায় জখম হয়েছে 135 জন । এই পরিস্থিতিতে রাজধানীতে অশান্তির পরিবেশ কমানোর জন্য রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধির সামনে প্রার্থনায় বসেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ।
আজ রাজঘাট থেকে অরবিন্দ কেজরিওয়াল বলেন, "আমি হাত জোড় করে আপনাদের কাছে অনুরোধ করছি, কোনওরকমভাবে হিংসার মধ্যে নিজেদের জড়িয়ে ফেলবেন না ।" তিনি আরও বলেন, " বিগত দুই দিন ধরে রাজধানীতে যেভাবে হিংসার পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে গোটা দেশ চিন্তিত । সাধারণ মানুষ মারা যাচ্ছে, সম্পত্তি ধ্বংস হচ্ছে । হিংসা বাড়লে তার প্রভাব সকলের উপরই পড়বে । গান্ধিজি আজীবন অহিংসার পথে চলেছেন । তাই আমরা গান্ধিজির কাছে প্রার্থনা করতে এসেছি ।"