দিল্লি, 17 ফেব্রুয়ারি : 22 জানুয়ারি হয়নি ৷ 1 ফেব্রুয়ারিও হয়নি ৷ এবার 3 মার্চ ৷ নতুন করে জারি হয়েছে দোষীদের মৃত্যু পরোয়ানা ৷ শেষমেশ 3 মার্চ ফাঁসি হচ্ছে নির্ভয়ার দোষীদের ৷ এই নিয়ে তিনবার মৃত্যু পরোয়ানা জারি হল দোষীদের ৷ ফাঁসির পরোয়ানা সন্তোষজনক হলেও বার বার ফাঁসি দিন পিছানোয় যে খুব একটা যে খুশি নন তিনি, আজ সে কথা বললেন নির্ভয়ার মা ৷
3 মার্চ ফাঁসির দিন ঘোষণা হয়েছে নির্ভয়ার দোষীদের ৷ দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট আজই ফাঁসির দিন ঘোষণা করেছে ৷ 3 মার্চ ভোর 6 টায় ফাঁসি দেওয়া হবে নির্ভয়ার চার অপরাধীকে ৷ নির্ভয়ার পরিবার ও কেন্দ্রের তরফে জমা দেওয়া এক পিটিশনের শুনানি ছিল আজ ৷ এই শুনানি চলাকালীনই নির্ভয়ার দোষীদের ফাঁসির পরিবর্তিত দিন চূড়ান্ত করল পাতিয়ালা হাউজ় কোর্ট ৷
নতুন করে মৃত্যু পরোয়ানা জারি হলেও বার বার দিন পিছানোয় খুব একটা খুশি নন নির্ভয়ার মা ৷ ফাঁসির দিন ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এই নিয়ে তিনবার মৃত্যু পরোয়ানা জারি হল ৷ আমি এটা নিয়ে খুব একটা খুশি নই ৷ আমরা অনেক লড়াই করেছি ৷ শেষ পর্যন্ত ফাঁসির দিন ঘোষণায় আমরা সন্তুষ্ট ৷ আশা করছি 3 মার্চ ওদের (দোষীদের) ফাঁসি হবে ৷"
2012 সালের 16 ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে প্যারা-মেডিকেল ছাত্রীকে ধর্ষণ করে তাঁর যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেয় ছয় দুষ্কৃতী । প্রতিদিনের মতো মেয়ের অপেক্ষায় পথ চেয়েছিলেন মা । কিন্তু মেয়ে আর ফেরেনি । 13 দিনের লড়াই শেষে মৃত্যু হয় নির্ভয়ার ৷