পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লকডাউনে আটকে হায়দরাবাদে, হিমাচলের ব্যক্তিকে আর্থিক সাহায্য পুলিশ অফিসারের - Lockdown situation

লকডাউনে আটকে পড়া হিমাচল প্রদেশের বাসিন্দার পাশে দাঁড়ালেন হায়দরাবাদের এক পুলিশ অফিসার । হাসপাতালে ভরতি করার পাশাপাশি আর্থিক সাহায্যও করেন ।

পুলিশ অফিসার
পুলিশ অফিসার

By

Published : Apr 24, 2020, 4:55 PM IST

হায়দরাবাদ, 24 এপ্রিল: হিমাচল প্রদেশ থেকে হায়দরাবাদে এসেছিলেন । কিন্তু, লকডাউনের জেরে আটকে পড়েন । এবার তাঁর জরুরি অস্ত্রোপচারের জন্য 20 হাজার টাকা দিয়ে সাহায্য করলেন হায়দরাবাদেরই এক পুলিশ অফিসার ।

সাইবারাবাদ পুলিশ কমিশনারেটের কুকটপল্লি থানার ইনস্পেক্টর ও স্টেশন হাউজ় অফিসার বি এল লক্ষ্মীনারায়ণ রেড্ডি । হিমাচল প্রদেশের বাসিন্দা ললিত কুমারকে শুধু বেসরকারি হাসপাতালে ভরতিই করেননি তাঁকে আর্থিক সাহায্যও করেছেন তিনি ।

ললিত কুমার হিমাচল প্রদেশের হামিরপুর জেলার বাসিন্দা । লকডাউনের জেরে তিনি কুকটপল্লিতে আটকে পড়েন । এরই মধ্যে তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে । তিনি পুলিশের কাছে সাহায্য চান । তারপরই লক্ষ্মীনারায়ণ রেড্ডি তাঁকে সাহায্য করেন । ভরতি করেন বেসরকারি একটি হাসপাতালে ।

এর জন্য হিমাচল প্রদেশের রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয় ও মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর এই পুলিশ অফিসারের প্রশংসা করেছেন । হিমাচল প্রদেশের রাজ্যপাল নিজেও হায়দরাবাদের বাসিন্দা । লক্ষ্মীনারায়ণ রেড্ডির সঙ্গে তিনি ফোনে কথা বলেন । খুব কম সময়ের মধ্যে তিনি যে সাহায্য করেছেন, তাঁর প্রশংসা করেন তিনি। তাঁর এই কাজ সবাইকে অনুপ্রাণিত করবে বলেও জানান।

লক্ষ্মীনারায়ণ রেড্ডিকে চিঠি পাঠান জয় রাম ঠাকুর। তিনি লেখেন, "আপনার এই কাজ মহান । আমি আপনার এই চেষ্টার প্রশংসা করি । কোরোনা মোকাবিলায় যুক্তদের আপনার এই কাজ অনুপ্রেরণা দেবে ।"

তেলাঙ্গানা পুলিশের ডিরেক্টর জেনেরাল এম মহেন্দ্র রেড্ডি টুইটারে লেখেন, "ললিত কুমারকে লকডাউনের মাঝে আপনার এভাবে সাহায্য করা সত্যিই প্রশংসনীয় । তাঁকে হাসপাতালে ভরতি করা ও আর্থিক সাহায্য করা আবারও প্রমাণ করে যে প্রয়োজনীয়দের পাশে সবসময় পুলিশ আছে । আপনার জন্য গর্বিত ।"

ABOUT THE AUTHOR

...view details