পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গাড়িচালক কোরোনায় আক্রান্ত, কোয়ারানটিনে গেলেন মেয়র - Greater Hyderabad Mayor

কোরোনা পরীক্ষা করিয়েছিলেন হায়দরাবাদের এক মেয়র । কিন্তু তাঁর গাড়ির চালকের রিপোর্ট এল পজ়িটিভ । এরপরই নিজেকে হোম কোয়ারানটিনে রেখেছেন তিনি ।

ছবি
ছবি

By

Published : Jun 13, 2020, 2:03 PM IST

হায়দরাবাদ, 13 মে : এবার কোরোনায় আক্রান্ত হায়দরাবাদের মেয়রের গাড়ির চালক । মেয়র বোঁথু রামমোহন নিজের কোরোনা পরীক্ষার জন্য সোয়াব টেস্ট করান । কিন্তু, একদিন বাদেই তাঁর ড্রাইভারের শরীরে কোরোনার সংক্রমণ পাওয়া যায় । এই খবর পাওয়ার পর মেয়র নিজে হোম কোয়ারানটিনে চলে যান ।

মেয়রের অফিসে কর্মরত প্রত্যেক কর্মচারীর সম্প্রতি সোয়াব টেস্ট করা হয় । তখনই তাঁর চালকের রিপোর্ট পজ়িটিভ আসে । যেহেতু মেয়র বোঁথু রামমোহন শহরের প্রত্যেকটি জায়গায় কাজের সুবাদে ওই গাড়িতে যাতায়াত করেছিলেন, তাই নিজে থেকেই কোয়ারানটিনে যান ৷

এর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার এক কর্মচারীর শরীরেরও কোরোনার সংক্রমণ মিলেছে । এর আগে 7 জুন তিনি নমুনা পরীক্ষা করান । তখন তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছিল ।

রামমোহন সেচ্ছায় কোরোনা পরীক্ষার জন্য এগিয়ে আসেন । এর আগে একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে চা দোকানে গিয়েছিলেন তিনি । পরে জানা যায়, ওই চা দোকানের এক কর্মী কোরোনায় আক্রান্ত । এরপরই তিনি সোয়াব টেস্ট করান ।

ABOUT THE AUTHOR

...view details