পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

14 বছর বয়সে স্নাতক হায়দরাবাদের আগস্তা জিসওয়াল - জাতীয় স্তরের টেনিস প্লেয়ার

তেলাঙ্গানার প্রথম বালক হিসেবে মাত্র 9 বছর বয়সে সে দশম শ্রেণি উত্তীর্ণ হয় ৷ তার রেজাল্ট 7.5 GPA ৷

আগস্তা জিসওয়াল
আগস্তা জিসওয়াল

By

Published : Nov 21, 2020, 12:13 PM IST

হায়দরাবাদ, 21 নভেম্বর : ভারতের সর্বকনিষ্ঠ ছাত্র হিসেবে স্নাতক হওয়ার দাবি করল তেলাঙ্গানার হায়দরাবাদের আগস্তা জিসওয়াল ৷ তার বয়স মাত্র 14 বছর ৷ জিসওয়াল সম্প্রতি ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশন ও জার্নালিজ়মে স্নাতক হয়েছে ৷ সম্প্রতি ওসমানিয়া বিশ্ববিদ্যালয় স্নাতক স্তরের রেজাল্ট প্রকাশ করেছে ৷

জিসওয়াল জানায়, তেলাঙ্গানার প্রথম বালক হিসেবে মাত্র 9 বছর বয়সে সে দশম শ্রেণি উত্তীর্ণ হয় ৷ তার রেজাল্ট 7.5 GPA ৷ একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জিসওয়াল বলে, ‘‘ 14 বছর বয়সে BA উত্তীর্ণ করা দেশের মধ্যে প্রথম আমি ৷ 11 বছর বয়সে 63 শতাংশ নম্বর নিয়ে ইন্টারমিডিয়েট পাস করি ৷’’

জিসওয়াল একইসঙ্গে জাতীয় স্তরের টেনিস খেলোয়াড়ও ৷ সে বলে, ‘‘ আমার বাবা-মা-ই আমার শিক্ষক ৷ কোনও কিছুই অসম্ভব নয়, এই ভেবে সমস্ত চ্যালেঞ্জ অতিক্রম করেছি ৷ আমি A থেকে Z টাইপ করতে পারি 1.72 সেকেন্ডে ৷ 100 ঘরের নামতা মুখস্থ বলতে পারি ৷ দু’হাতেই লিখতে পারি ৷ আমি আন্তর্জাতিক মোটিভেশনাল স্পিকারও ৷ বড় হয়ে ডাক্তার হতে চাই ৷ তাই আমি MBBS করব ৷’’

তার বাবা অশ্বিনী কুমার জিসওয়াল বলেন, প্রত্যেক ছেলের মধ্যেই বিশেষ গুণ থাকে ৷ তাই বাবা-মা যদি তাদের উপর বিশেষ নজর দেন, প্রত্যেক শিশুই ইতিহাস তৈরি করতে পারে ৷

তার মা ভাগ্যলক্ষ্মী বলেন, ‘‘ আমরা ওকে সবসময় বিষয়টি বুঝতে বলেছি ৷ ও সবসময় আমাদের প্রশ্ন করে এবং আমরা ওকে বাস্তবিক উত্তর দিই ৷’’

ABOUT THE AUTHOR

...view details