হায়দরাবাদ, ৪ নভেম্বর : IPL-এর বেটিংয়ে টাকা খুইয়ে আত্মঘাতী এক যুবক । হায়দরাবাদের পাঞ্জাগুট্টা এলাকার ঘটনা । ঘটনায় 174 ধারায় মামলা দায়ের হয়েছে ।
হায়দরাবাদে IPL-এর বেটিংয়ে হেরে আত্মঘাতী যুবক - বেটিং
আত্মঘাতী যুবক ডাব বিক্রি করতেন । সম্প্রতি IPL-এর বেটিংয়ে হেরে চাপে ছিলেন ।
পাঞ্জাগুট্টা থানার আধিকারিক এম নিরঞ্জন রেড্ডি বলেন, অর্জুন কুমার যাদব নামে এক ব্যক্তি 3 নভেম্বর একটি অভিযোগ দায়ের করেন । তিনি বলেন, তাঁর ভাই সোনু কুমার যাদব (19) একজন ডাব বিক্রেতা ছিলেন । তিনি শৌচালয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন । সোনু তাঁর দুই বন্ধু সঞ্জয় যাদব এবং মনোজের সঙ্গে থাকতেন । তিনি IPL-এ বেটিংয়ের জন্য টাকা দিয়েছিলেন । কিন্তু তিনি হেরে যান । বিষয়টি নিয়ে যথেষ্ট চাপে ছিলেন বলে জানিয়েছে পুলিশ । বন্ধুরা কাজে গেলে সোনু আত্মহত্যা করেন বলে দাবি করেন তাঁর দাদা ।
পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।