বেঙ্গালুরু, 7 ফেব্রুয়ারি : ম্যাট্রিমনিয়াল সাইটে আলাপ ৷ শুরু কথাবার্তা ৷ তারপর ভালোবাসার ৷ সিদ্ধান্ত নেন বিয়ে করবেন ৷ যেমন ভাবা তেমন কাজ ৷ তারপরই 2018-তে বিয়েটা সেরে ফেলেন রিমা (নাম পরিবর্তিত) ও রাহুল (নাম পরিবর্তিত) ৷ উত্তর প্রদেশের বাসিন্দা 33 বছর বয়সি রাহুল পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়র ৷ আর 32 বছর বয়সি রিমা কলকাতার বাসিন্দা ৷ তিনি পেশায় চিকিৎসক ৷ বিয়ের পর থেকে থাকা শুরু বেঙ্গালুরুতে ৷
আলাপের পরই নিজের অতীতের সব কথাই রাহুলকে জানিয়েছিলেন ৷ একজনের সঙ্গে তাঁর সম্পর্ক থাকলেও পরে তাঁরা আলাদা হয়ে যান বলেছিলেন রিমা ৷ তবে, রাহুলের এই অদ্ভুত শখের কথা অজানা ছিল তাঁর ৷ বিয়ের পর জানতে পারেন, রাহুলের শখ পর্ন ভিডিয়ো দেখা ৷ শুধু সেগুলি দেখাই নয়, ওই ভিডিয়ো দেখে রিমাকে সেগুলি অভিনয় করতেও বাধ্য করত রাহুল ৷
কিছুদিন পর রিমার ফোনে একটি পর্ন ভিডিয়ো খুঁজে পান রাহুল ৷ সেখানে দেখেন, একটা লোকের সঙ্গে রিমার অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিয়ো রয়েছে ৷ প্রশ্ন করে জানতে পারেন, ওই লোকটির সঙ্গে রিমার সম্পর্ক ছিল ৷ যে এসব পুরোনো ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল করত ৷ ভবিষ্যতে যদি কোনও কাজে লাগে, তাই ভিডিয়োগুলো রেখে দেওয়া ৷ উত্তরে খুশি না হলেও বিষয়টি মেনে নিয়েছিলেন রাহুল ৷ তারপর থেকে সবই আসতে আসতে স্বাভাবিক হতে শুরু করেছিল রিমা-রাহুলের সংসারে ৷