সালেম, 26 জুলাই : মহিলার জায়গায় জামিনে জেল থেকে ছাড়া পেল তার স্বামী । তামিলনাড়ুর সালেম জেলের ঘটনা ।
23 জুন কে সদাশিবাম (42) নামে এক প্রতিবেশীকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল সালেমের এথাপপুর এলাকার বাসিন্দা রঞ্জিত কুমার ও তার স্ত্রী পবিত্রাকে । পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছিল তাদের এক বন্ধু বিজয়কুমাকে । তিনজনকেই সালেম সেন্ট্রাল জেলে রাখা হয়েছিল ।
23 জুলাই পবিত্রা মাদ্রাজ হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিল । সেদিনই আদালত তার জামিন মঞ্জুর করেছিল । জামিনের অফিসিয়াল কাগজ পাওয়ার পর জেলের আধিকারিকরা ভুলবশত পবিত্রার বদলে রঞ্জিতের জামিন মঞ্জুর হয়েছে মনে করে তাকে ছেড়ে দেন ।
এরপর শুক্রবার পবিত্রার এক আত্মীয় জেলে গিয়ে জানান, পবিত্রা জামিনে ছাড়া পাননি । তখন আধিকারিকরা নিজেদের ভুল বুঝতে পারেন । পবিত্রাকে ছাড়া হয় । পাশাপাশি তার স্বামী রঞ্জিতকে তুলে এনে ফের জেলে ঢোকানো হয় ।