পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভোপালের হাসপাতালে পচাগলা মৃতদেহ উদ্ধারে নোটিস মানবাধিকার কমিশনের - পচা গলা মৃতদেহ

মঙ্গলবার সকালে মৃতদেহ উদ্ধারের পরেই একে অপরের বিরুদ্ধে দোষারোপ করা শুরু করেছে রাজনৈতিক দলগুলো । BJP ইতিমধ্যে তদন্তের দাবি করেছে ।

MY Hospital
MY Hospital

By

Published : Sep 17, 2020, 1:32 PM IST

ভোপাল, 17 সেপ্টেম্বর : ১১ দিন স্ট্রেচারে পড়েছিল মৃতদেহ । কেউ দেখেনি । অবশেষে মঙ্গলবার সকালে পচাগলা সেই মৃতদেহ উদ্ধার হয় । মধ্যপ্রদেশের মহারাজা যশবন্তরাও হাসপাতালের ঘটনা । এই ঘটনায় স্বতঃস্ফূর্তভাবে পদক্ষেপ করল মধ্যপ্রদেশ মানবাধিকার কমিশন । জেলাশাসক, পুলিশ সুপার ও এম ওয়াই হাসপাতালের সুপারকে নোটিস পাঠাল তারা ।

উত্তর দেওয়ার জন্য কমিশন তাদের 4 সপ্তাহের সময়সীমাও বেঁধে দিয়েছে । মঙ্গলবার সকালে মৃতদেহ উদ্ধারের পরেই একে অপরের বিরুদ্ধে দোষারোপ করা শুরু করেছে রাজনৈতিক দলগুলো । BJP ইতিমধ্যে তদন্তের দাবি করেছে ।


কংগ্রেস অবহেলার জন্য সরকারকে দায়ি করেছে । পাশাপাশি রাজ্য সরকার ইতিমধ্যে একটি কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে । এবং 2 দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে ।

আরও পড়ুন:- শ্রীনগরের খতম 3 জঙ্গি

যদিও এম ওয়াই হাসপাতালের সুপার ডাঃ পি এস ঠাকুর জানান, ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যে 3 সদস্যের প্যানেল তৈরি করা হয়েছে । তারা ঘটনার মূলে যেতে চান ।

ছবিতে দেখা যায় একটি অপরিচিত মৃতদেহ হাসপাতালের মর্গে স্ট্রেচারের উপর পড়ে আছে । মৃতদেহটি প্রায় কঙ্কালে পরিণত হয়েছে । হাসপাতালের সুপার জানান, যেই দোষী হোক না কেন, যথাযথ শাস্তি পাবে ।

ABOUT THE AUTHOR

...view details