CAA-র প্রতিবাদে উত্তাল দেশ, মৃত 3 - death in mengaluru
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে তপ্ত দেশের একাধিক জায়গা । দিল্লির উত্তর-পূর্ব ও লালকেল্লা এলাকায় জারি রয়েছে 144 ধারা । বন্ধ রয়েছে সাতটি মেট্রো স্টেশন । মেঙ্গালুরুতে মৃত্যু হয়েছে 2 জন বিক্ষোভকারীর, উত্তরপ্রদেশে একজনের ।
দিল্লি, 19 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আজও সরগরম দিল্লি । বিক্ষোভ জারি হায়দরাবাদ, বেঙ্গালুরু, উত্তরপ্রদেশ সহ দেশের একাধিক জায়গায় । ইতিমধ্যেই আটক করা হয়েছে অনেককে। জামিয়া মিলিয়ার পর দিল্লির নানা প্রান্তে ছড়িয়ে পড়ে বিক্ষোভ । দিল্লির উত্তর-পূর্ব ও লালকেল্লা এলাকায় 144 ধারা জারি করা হয়েছে । বন্ধ রয়েছে সাতটি মেট্রো স্টেশন ।144 ধারা অমান্য করেই পথে নেমেছে একাধিক সংগঠন ৷ আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ ৷ ইতিমধ্যেই অনেক বিক্ষুব্ধকে আটক করা হয়েছে ৷
- এদিকে, উত্তরপ্রদেশেও একজনের মৃত্যু হয়েছে । তাঁরও পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বলে অভিযোগ । তবে, এক্ষেত্রে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ । উত্তরপ্রদেশ পুলিশের দাবি, তাদের তরফ থেকে কোনও গুলি চালানো হয়নি ।
- মেঙ্গালুরুতে মৃত্যু হল দুই বিক্ষোভকারীর । পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ ।
- কর্নাটকের মেঙ্গালুরুতেও চলছে বিক্ষোভ । বিক্ষোভ চলার সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে জখম হয়েছে দু'পক্ষেরই বেশকিছু । এদের মধ্যে পড়ে জখম হয়েছে 2 জন সাধারণ মানুষও । তারা এই মুহূর্তে স্থানীয় একটি হাসাপাতালের ICU-তে ভরতি রয়েছে ।
- হাসানগঞ্জ সহ উত্তরপ্রদেশের বিক্ষোভ নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, "প্রতিবাদের নামে তাণ্ডব কোনওভাবেই বরদাস্ত করা হবে না । আমরা এসবের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব । যারা সরকারি সম্পত্তি নষ্ট করছে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে ।"
- নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে এলাহাবাদে চলছে বিক্ষোভ । গুজরাত সফর বাতিল করেছে অমিত শাহ ।
- একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট ।
- বিক্ষুব্ধ জনতা আগুন লাগিয়ে দেয় সংবাদমাধ্যমের OB (আউটডোর ব্রডকাস্ট) ভ্যানে ।
- হাসানগঞ্জে পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে বিক্ষোভকারীরা, পালটা পুলিশ লাঠি চার্জ করে ।
- লখনউর হাসানগঞ্জে গাড়ি ও বাইকে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা ।
- আহমেদাবাদের প্রতিবাদ মিছিলে লাঠিচার্জ পুলিশের ।
- উত্তরপ্রদেশের সম্ভলে সরকারি বাসে আগুন ধরাল বিক্ষুব্ধ জনতা ।
- CPM-র প্রকাশ কারাত, বৃন্দা কারাত, সীতারাম ইয়েচুরিকে আটক করেছে পুলিশ ।
- দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, "দেশে আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে। নাগরিকের মধ্যে একটা ভয় রয়েছে। আমি কেন্দ্রীয় সরকারকে আবেদন করছি, এই আইন না এনে যুবকদের কর্মসংস্থান দিন।"
- মান্ডি এলাকা থেকে আটক কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিৎ । তিনি বলেন, "আমাকে লালকেল্লা এলাকায় যেতে অনুমতি দেওয়া হয়নি । তাই মান্ডিতে এসেছিলাম । সেখান থেকেই আটক করল পুলিশ।"
-
লালকেল্লা এলাকা থেকে JNU-র প্রাক্তন ছাত্র উমর খালিদকে আটক করল পুলিশ ।
-
দিল্লির লালকেল্লা এলাকা থেকে আটক আপ নেতা যোগেন্দ্র যাদব ।
-
দিল্লির আই টি ও সহ কয়েকটি জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ । বন্ধ মোবাইলে যোগাযোগ ।
-
বেঙ্গালুরুর টাউন হলের কাছে বিক্ষোভকারীদের আটক করেছে পুলিশ ।
-
হায়দরাবাদে চারমিনার সংলগ্ন এলাকায় আটক বিক্ষোভকারীরা ।
-
বেঙ্গালুরুর টাউন হলের কাছে প্রতিবাদ মিছিল থেকে আটক ঐতিহাসিক রামচন্দ্র গুহ ।
-
দিল্লি গুরগ্রাম এক্সপ্রেসওয়েতে পুলিশের ব্যারিকেড । বন্ধ যান চলাচল ।
- এখনও পর্যন্ত উত্তর-পূর্ব দিল্লি থেকে 21 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । আজ সকালেই 39 জনকে পুলিশি হেপাজতে নেওয়া হয়।
- 144 ধারা উপেক্ষা করে প্রতিবাদ মিছিল । লালকেল্লা থেকে চারজনকে আটক করে পুলিশ ।
- দিল্লির উত্তর-পূর্ব এলাকা ও লালকেল্লা এলাকায় 144 ধারা জারি করা হয়েছে । ইতিমধ্যেই নাগরিকত্ব আইনের বিরুদ্ধে লালকেল্লা থেকে শহিদ পার্ক পর্যন্ত স্বরাজ অভিযান নামে একটি মিছিলের আবেদন বাতিল করে দিয়েছে দিল্লি পুলিশ।
-
মান্ডি হাউজ় থেকে যন্তর মন্তর পর্যন্ত প্রতিবাদ মিছিলে অনুমতি দেয়নি পুলিশ ।
-
নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ চলছিল দিল্লির সিলামপুর এলাকায় । সেখানে হিংসা ছড়ানোর অভিযোগে 10 জনকে গ্রেপ্তার করে পুলিশ । এদের মধ্যে চারজন এর আগেও একাধিক অপরাধের সঙ্গে যুক্ত ছিল । তাদের বিরুদ্ধে পুলিশ বুথে আগুন লাগানো,পাথর ছোঁড়া, ও গাড়িতে আগুন লাগানোর অভিযোগ রয়েছে। এর আগে গতকাল একই জায়গা থেকে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ । এরা সকলেরই বাড়ি দিল্লিতে।
- পাটেল চক, লোক কল্যাণ মার্গ, উদ্যোগ ভবন, আই টি ও, প্রগতি ময়দান, খান মার্কেট, লাল কেল্লা, জামা মসজিদ, চাঁদনি চক, জামিয়া মিলিয়া, জসোলা বিহার শাহিন বাগ ও মুনির্কায় মেট্রো স্টেশন বন্ধ । সেন্ট্রাল সেক্রেটারিয়ট স্টেশন বন্ধ থাকলেও ট্রেন বদলানোর সুবিধা রয়েছে এখানে।