পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিশাখাপটনমের বর্জ্য পরিশোধনের প্ল্যান্টে ভয়াবহ আগুন - fire broke out at Jawaharlal Nehru Pharmacy

শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনতে দুর্ঘটনাস্থানে এসেছে দমকলের 9 টি ইঞ্জিন ৷ আগুন এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ৷

বিশাখাপটনমে আগুন
আগুনের ছবি

By

Published : Jul 14, 2020, 12:05 AM IST

Updated : Jul 14, 2020, 1:43 AM IST

বিশাখাপটনম, 14 জুলাই : বিশাখাপটনমের এক কারখানায় বিধ্বংসী আগুন ৷ বিশাখাপটনম শহরের কাছে পারাভাদায় জওহরলাল নেহরু ফার্মা সিটিতে সোমবার রাতে আগুন লাগে ৷ ফার্মাসিটিটি চালায় ব়্যামকি গ্রুপ ৷ শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনতে দুর্ঘটনাস্থানে এসেছে দমকলের 9 টি ইঞ্জিন ৷ তবে, এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ৷

স্থানীয়রা জানিয়েছে, হঠাৎই তীব্র আওয়াজ আসতে শুরু করে ওই ফার্মাসিটির ভিতর থেকে । এরপরই চোখে পড়ে আগুনের লেলিহান শিখা ৷ আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে, স্থানীয়রা কী হচ্ছে, কী করবে, কিছুই বুঝে উঠতে পারেনি প্রথমে ৷

ওই এলাকায় গা ঘেঁষাঘেষি করে আরও প্রায় 80 টি ফার্মা কম্পানি রয়েছে ৷ আগুনের যা ভয়াবহতা, তাতে পাশ্ববর্তী জায়গাগুলিতেও আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোস্টাল ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট কম্পানির রিঅ্যাক্টর বিস্ফোরণের কারণে এই দুর্ঘটনা ৷ আগুন নিয়ন্ত্রণে আনতে সবরকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকলবাহিনী ৷ স্বস্তির বিষয় হল, এলাকায় বৃষ্টিপাত হওয়ায় আগুন নেভানোর কাজে কিছুটা কম বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের ৷

বিশাখাপটনমের ফার্মাসিতে আগুনের দৃশ্য

দুর্ঘটনায় ফার্মাসিটির ভিতরে যেসব কর্মীরা ছিলেন তাঁরা আহত হয়েছেন ৷ তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ ওই কম্পানিটি মূলত ওষুধ প্রস্তুতের সময়ে তৈরি হওয়া একধরনের তেল জাতীয় বর্জ্য পরিশোধনের কাজ করে ৷ যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে, সেখান থেকে সাইনাথ লাইফ সায়েন্সেস খুব বেশি দূরে নয় ৷ প্রসঙ্গত, এই সাইনাথ লাইফ সায়েন্সেসে সম্প্রতি কেমিকেল গ্যাস লিক হয়ে দু'জনের মৃত্যু হয়েছিল ৷

Last Updated : Jul 14, 2020, 1:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details