পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম বদলে শিক্ষামন্ত্রক, অনুমোদন জাতীয় শিক্ষানীতি বদলেও

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম বদলে হল শিক্ষামন্ত্রক। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়। পাশাপাশি আজ মন্ত্রিসভায় পাশ হল নয়া জাতীয় শিক্ষানীতি (NEP)।

Pokhriyal Nishank
Pokhriyal Nishank

By

Published : Jul 29, 2020, 1:59 PM IST

Updated : Jul 29, 2020, 3:52 PM IST

দিল্লি, 29 জুলাই: কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল নয়া জাতীয় শিক্ষানীতি । পাশাপাশি আজ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নামও পরিবর্তন করা হয়েছে । পরিবর্তিত নাম করা হচ্ছে শিক্ষামন্ত্রক ।

বর্তমানে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক তথা MHRD-র মন্ত্রী হলেন রমেশ পোখরিয়াল নিশঙ্ক । সূত্রের খবর, আজই MHRD-র নাম বদলে শিক্ষামন্ত্রক করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

নতুন এই নীতির ফলে বাতিল করা হল পূর্বের জাতীয় শিক্ষানীতি । পূর্বের নীতিটি 1986 সালে আনা হয়েছিল । তাতে শেষবারের মতো পরিবর্তন করা হয় 1992 সালে । নীতি পরিবর্তনে অনুমোদন দেওয়ার সঙ্গেই সঙ্গেই বদল করা হল মন্ত্রকের নামও।

নতুন খসড়া নীতিতে 2009 সালের যে শিক্ষার অধিকার আইন বাড়ানো বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এই আইনের আওতায় পরে 3 থেকে 18 বছর বয়সীরা।

গতবছর এই নতুন নীতির খসড়া পেশ করা হয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকে। এরপর এই খসড়াটি পরামর্শের জন্য পাবলিক ডোমেনে দেওয়া হয়। সেখান থেকে দু'লাখের বেশি পরামর্শ আসে ।

Last Updated : Jul 29, 2020, 3:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details