পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

71তম সাধারণতন্ত্র দিবস : কুচকাওয়াজে নজর কাড়ল ভীষ্ম-রাফাল

এবারের সাধারণতন্ত্র দিবসে থাকছে 22টি ট্যাবলো ৷ এবারের বিশেষ আকর্ষণ থাকছেন বাইকে সওয়ার CRPF-এর মহিলা জওয়ানদের ৷ চলন্ত বাইকের বেশ কিছু স্টান্ট দেখালেন তাঁরা ৷

Republic Day 2020
সাধারণতন্ত্র দিবস 2020

By

Published : Jan 26, 2020, 8:51 AM IST

Updated : Jan 26, 2020, 2:08 PM IST

দিল্লি, 26 জানুয়ারি : আজ 71তম সাধারণতন্ত্র দিবস ৷ প্রতি বছরের মতোই দিল্লিতে চলছে বিশেষ অনুষ্ঠান ৷ চলতি বছরে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রাজ়িলের প্রেসিডেন্ট জইর বলসোনারো ৷ আজ রাজধানীতে 90 মিনিটের এই অনুষ্ঠানে বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে দেশের সামরিক শক্তি, সাংস্কৃতিক বৈচিত্র ও আর্থ-সামাজিক উন্নতিকে তুলে ধরা হবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেছেন ৷ এই প্রথমবার অমর জওয়ান জ্যোতির বদলে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ৷ সেখানে জাতীয় সংগীত ও গান স্যালুটের মধ্যে দিয়ে জাতীয় পতাকাকে সম্মান জানানো হয় ৷ আজকের সাধারণতন্ত্র দিবসের জন্য কড়া নিরাপত্তা জারি রয়েছে রাজধানীতে ৷ ভূমি থেকে আকাশ, সর্বত্র নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে ৷ মোতায়েন করা হয়েছে কয়েক হাজার পুলিশ ও আধা সেনা জওয়ান ৷

  • 71তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে নিজেদের সংস্কৃতির ছোঁয়া নিয়ে বিভিন্ন রাজ্যের ট্যাবলো ৷
  • সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বর্ষীয়ান BJP নেতা এল কে আদবানি ৷
  • কুচকাওয়াজে নজরদারির বোয়িং বিমানের ট্যাবলো নিয়ে ভারতীয় নৌসেনা ৷
  • ক্যাপ্টেন তানিয়া শেরগিলেরর অধিনায়কত্বে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে কর্পস অফ সিগনাল ৷
  • কে-9 বজ্র নিয়ে 269 নম্বর মিডিয়াম রেজিমেন্টের শক্তি প্রদর্শন ৷
  • সামরিক ট্যাঙ্ক টি-90 ভীষ্ম নিয়ে কুচকাওয়াজে অংশ নিয়েছে ভারতীয় সেনার 86 নম্বর রেজিমেন্ট ৷
  • শুরু হয়েছে 71 তম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ ৷ কুচকাওয়াজের অধিনায়কত্ব দিচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল অসিত মিস্ত্রি ৷
  • রাজপথে উপস্থিত রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও তাঁর স্ত্রী গুরশরন কউর, ভারতের প্রধান বিচারপতি এস এ বোবদে ও লোকসভার স্পিকার ওম বিড়লা ৷
  • লেফটেন্যান্ট কর্ণেল সি সন্দীপের নেতৃত্বে 2233 ফিল্ড ব্যাটারি গান স্যালুট জানায় ৷
  • 71 তম সাধারণতন্ত্র দিবসে রাজপথে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাষ্ট্রপতি ৷
    জাতীয় পতাকা উত্তোলন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
  • রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও ব্রাজ়িলের প্রেসিডেন্ট জইর বলসোনারো রাজপথে এসে উপস্থিত হলেন ৷
    সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও ব্রাজ়িলের প্রেসিডেন্ট জইর বলসোনারো
  • রাজপথে এসে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একটু পরেই শুরু হবে কুচকাওয়াজ ৷
    রাজপথে এসে পৌছালেন প্রধানমন্ত্রী
  • ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ৷ উপস্থিত ছিলেন CDS বিপিন রাওয়াত ও তিন বাহিনীর প্রধান ৷
    শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ইন্ডিয়া গেটে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে এসে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁকে স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, CDS বিপিন রাওয়াত, সেনাপ্রধান জেনারেল নারাভানে, নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং ও বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল আর কে এস ভাদুরিয়া ৷
    ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে এসে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এবারের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে মোট 22টি ট্যাবলো অংশগ্রহণ করছে ৷ এর মধ্যে 16টি থাকছে বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলি থেকে ৷ বাকি ট্যাবলোগুলি থাকছে বিভিন্ন মন্ত্রক ও দপ্তর থেকে ৷ তবে এবারের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ ও কেরালার কোনও ট্যাবলো থাকছে না ৷

সাধারণতন্ত্র দিবসের প্রস্তুতি

প্রতিবারের মতো এবছরও কুচকাওয়াজের মূখ্য ভূমিকায় থাকবেন সশস্ত্র সামরিক বাহিনী ৷ আকর্ষণের কেন্দ্র সামরিক ট্যাঙ্ক ভীষ্ম, অত্যাধুনিক রাফাল বিমান, চিনুক ও অ্যাপাচে হেলিকপ্টার ৷ সেনাবাহিনীর তরফে 61 নম্বর অশ্বারোহী বাহিনীর জওয়ানরা অংশ নেবেন ৷ পাশাপাশি কুমায়ুন রেজিমেন্ট ও শিখ রেজিমেন্টের জওয়ানরাও কুচকাওয়াজে অংশ নেবে ৷

কুচকাওয়াজের অশ্বারোহী বাহিনী

লেফটেন্যান্ট শ্রীকান্ত শর্মার নেতৃত্বে বায়ুসেনার 144 জন জওয়ান আজকের কুচকাওয়াজে অংশ নেবেন ৷ বায়ুসেনার ট্যাবলোয় রাফাল ছাড়াও থাকছে, তেজাস ও অন্যান্য সামরিক হেলিকপ্টার ৷ থাকবে আকাশ ও অস্ত্র ক্ষেপণাস্ত্রও ৷ বায়ুসেনার MIG-29 বিমানের উন্নত সংস্করণও থাকবে এবারের বায়ুসেনার ট্যাবলোয় ৷

71 তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে থাকবে DRDO-র বিশেষ ট্যাবলোও ৷ স্যাটেলাইট বিনাশকারী অস্ত্র মিশন শক্তি DRDO-র ট্যাবলোর অন্যতম আকর্ষণ ৷

সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখতে জনজোয়ার

নৌ-সেনার তরফে 144 জন জওয়ানের কুচকাওয়াজে নেতৃত্ব দেবেন লেফটেন্যান্ট যতীন মালকাট ৷ থাকবে নৌ-সেনার বিশেষ ট্যাবলোও ৷

CRPF-এর বাইক আরোহী মহিলা জওয়ানদের নেতৃত্বে থাকবেন ইনস্পেক্টর সীমা নাগ ৷ চলন্ত বাইকের বেশ কিছু স্টান্ট দেখাবেন বাইকে সওয়ার CRPF মহিলা জওয়ানরা ৷ স্টার্ট আপ ইন্ডিয়া ও জল জীবন মিশনের মতো সরকারি প্রকল্পগুলিরও বিশেষ ট্যাবলো থাকবে আজকের 71তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে ৷

Last Updated : Jan 26, 2020, 2:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details