শ্রীনগর : বিশ্বজুড়ে দাপিয়ে বেড়ানো কোরোনার সংক্রমণের আগে বেশিরভাগ দিন ঘণ্টার পর ঘণ্টা মাঠে অনুশীলন করতেন মহম্মদ হামাদ । হামাদ আই লিগের প্রিমিয়ার ডিভিশনে রিয়েল কাশ্মীর FC-র অন্যতম ফুটবলার । লকডাউন শুরু হওয়ার পর থেকে তিনি একবারের জন্যও ঘরের বাইরে পা রাখেননি । তবে নিজেকে ফিট রাখতে মরিয়া তিনি । তাই নিজের চেষ্টায় বাড়ির মধ্যেই অনুশীলন করে চলেছেন ।
হামাদের মতে, "COVID-19-এর জন্য বাড়ির বাইরে যাওয়া খুবই মুশকিল । আর এখন যে পরিমাণে কোরোনা সংক্রমণ বাড়ছে, তাতে খেলাধূলা শুরু হতে যে আরও বেশ কিছুটা সময় লাগবে সে বিষয়ে আমি মোটামুটি নিশ্চিত । আমার বাড়িতে একটা ছোটো বাগান আছে । আপাতত সেখানেই আমি অনুশীলন করছি । বিভিন্নভাবে শারীরিক কসরত করে, ছোটাছুটি করে, ম্যাচ পরিস্থিতির মতো অবস্থা তৈরি করে নিজেকে ফিট রাখার চেষ্টা করছি । আসলে একজন খেলোয়াড়ের বহু দিন খেলাধূলার সঙ্গে বিচ্ছিন্ন থেকে ফোকাস ঠিক রাখাটা খুবই সমস্যার । আমরা তো শেষবার মাঠে গিয়েছি মার্চ মাসে । খেলাধূলার ক্ষেত্রে সে রকম ভালো পরিকাঠামো নেই । তাই আমরা বাড়িতেই নিজেদের ফিট রাখার চেষ্টা করে চলেছি ।"
কিন্তু, একজন খেলোয়াড়ের জন্য ভরা মাঠের আবহ এবং দর্শকদের উৎসাহও যে অত্যন্ত জরুরি, তা-ও মনে করিয়ে দিলেন হামাদ । তাঁর মতে, "দর্শকদের ছাড়া খেলাটা খুবই কঠিন । দর্শকরা দলকে উদ্বুদ্ধ করে । বলা যেতে পারে, দর্শকরা দ্বাদশ ব্যক্তি হিসাবে দলকে সাহায্য করে ।"
কোরোনার জন্য আই লিগের খেলা মাঝপথেই থেমে গিয়েছে । হতাশ হামাদ বলেন, "আই লিগের মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লিগ কোরোনার জন্য বন্ধ হয়ে গিয়েছে । একজন পেশাদার ফুটবলার হিসাবে এই বিষয়টাতে আমি অত্যন্ত হতাশ । আমি অবশ্য নিজেকে ফিট রাখার জন্য বাড়িতেই যতটা সম্ভব পরিশ্রম করছি । প্রতি দিনই ওয়ার্কআউট করছি ।"
হামাদের বক্তব্যকে পুরোপুরি সমর্থন করলেন আর এক ফুটবলার খালিদ কায়ুম । তাঁর মতে, দর্শকরা ফুটবলের আত্মা । ভক্তদের জন্য অনলাইনে ভিডিয়ো আপলোড করা শুরু করেছেন বলেও জানালেন কায়ুম । তাঁর মতে, "দর্শকদের ছাড়া ম্যাচ খেলাটা খেলোয়াড়দের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ হতে চলেছে । আমি ভিডিয়ো তৈরি করে সে সব অনলাইনে আপলোড করছি যাতে বাড়িতেই কীভাবে ওয়ার্কআউট করা সম্ভব তা নবীনরা শিখতে পারে ।"