দিল্লি, 10 ফেব্রুয়ারি : রাজধানীর আকাশে এখন ভোটের হাওয়া ৷ বুথফেরত সমীক্ষার ইঙ্গিত যদি মিলে যায় এবং কেজরিওয়াল অ্যান্ড কোংয়ের জয়ের ব্যবধানও যদি বুথ ফেরত সমীক্ষার হিসেব মতোই হয়, তবে CAA ও NRC-র চালু করার জন্য এটাই সঠিক সময় কি না তা আরও একবার ভেবে দেখতে হবে কেন্দ্রকে ৷
দিল্লি বিধানসভা নির্বাচনের আসরে BJP আগ্রাসী ভূমিকায় না নামা পর্যন্ত আম আদমি পার্টির জয় একপ্রকার নিশ্চিতই ছিল ৷ কিন্তু কেজরিওয়ালও মাঠে নেমেছিলেন পাঁচ বছরের সাফল্যের খতিয়ান হাতে নিয়ে৷ সবগুলি না হলেও বেশ কিছু প্রতিশ্রুতি গত পাঁচ বছরে পালন করেছে কেজরিওয়ালের সরকার ৷ দুর্নীতি দমন থেকে শুরু করে নাগরিকদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ ও জল পরিষেবাসহ একগুচ্ছ আশ্বাস পালনে সফল কেজরিওয়ালের সরকার ৷ মহল্লা ক্লিনিক চালু করা থেকে শুরু করে বেসরকারি হাসপাতালগুলিকেও বিশেষ ক্ষেত্রে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে বাধ্য করেছেন তাঁর পাঁচ বছরের মেয়াদে ৷ রাজধানীর বুকে বিনামূল্যে হৃদযন্ত্র প্রতিস্থাপনের মতো ঘটনাও ঘটেছে কেজরিওয়ালের মেয়াদকালে ৷
নির্বাচনের দুই সপ্তাহ আগেও সেভাবে চোখে পড়ার মতো কোনও কর্মসূচিতে নামতে দেখা যায়নি BJP দলকে ৷ শেষে প্রাক্তন BJP সভাপতি অমিত শাহের নেতৃত্বে নির্বাচনী প্রচারে নামে BJP শিবির ৷ মোটের উপর এই নির্বাচনী প্রচারের শুরু থেকেই অনেকটা পিছিয়ে ছিল BJP ৷ তার উপর আরও যোগ হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে শাহিনবাগে মহিলাদের প্রতিবাদ ৷ নির্বাচনের প্রচারে নেমে অমিত শাহ বলেছিলেন, "ভোটের বোতাম এত জোরে টিপুন, যাতে শাহিনবাগ থেকে সেই আওয়াজ শোনা যায় ৷"
এর আগে শাহিনবাগের বিক্ষোভকারীদের প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছিলেন, গুলি করে মারা উচিত ৷ BJP-র আর এক সাংসদ প্রবেশ বর্মা বিতর্ক উসকে দিয়ে বলেছিলেন, "বিক্ষোভকারীরা হিন্দুদের ঘরে ঢুকে ধর্ষণ করবে ৷" উনি মনে হয় ভুলে গেছিলেন, শাহিনবাগে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের সিংহভাগই মহিলা ৷ এই ধরনের উত্তেজক মন্তব্যের জেরে শাহিনবাগ ও জামিয়ানগরের কাছে দুই যুবক গুলি চালায় ৷ যদিও কেউ মারা যায়নি সেই ঘটনায় ৷
এই সমস্ত বিদ্বেষ মেশানো কথার উদ্দেশ্য ছিল নির্বাচনের আগে ভোটারদের ধর্মীয় মেরুকরণ সুস্পষ্ট করা ৷ BJP-র দিক থেকে দেখলে, এই মেরুকরণের চেষ্টা অনেকটাই সাহায্য করেছে তাদের ৷ এই কথা মেনেও নিয়েছেন BJP-কর্মকর্তাদের একাংশ ৷ ধর্মীয় ভিত্তিতে না হলেও, CAA ও NRC -র প্রতিবাদের জেরে শাহিনবাগে দিনের পর দিন রাস্তা বন্ধ করে রাখা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সাধারণ মানুষের একাংশ ৷ দিনের পর দিন, রাতের পর রাত ধরে যে সমস্ত মহিলারা দিল্লির ঠান্ডাকে উপেক্ষা করে শাহিনবাগে অবস্থান করছিল, শুধুমাত্র সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য, তাদের শাহিনবাগ থেকে হটিয়ে দিতে যতরকমভাবে চেষ্টা করার ছিল , তা করেছে BJP ৷